header banner

দুয়ারে কাউন্সিলার ও মেয়র, পুরযুদ্ধে আসানসোলে নয়া প্রতিশ্রুতি বিজেপির

article banner

শুধু দুয়ারে সরকার নয়,দুয়ারে আসতে চলেছেন কাউন্সিলার এবং মেয়রও।আসানসোল পুরভোট কে নিশানা করে এমনই প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেতৃত্ব।২২জানুয়ারি আসানসোল, শিলিগুড়ি,বিধান্নগর এবং চন্দননগর পুরসভার নির্বাচন।তবে আসানসোল পুরসভা বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট।

{link}
আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মতে,আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গড়বে বিজেপি।এরপরেই তিনি জানান বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে দুয়ারে কাউন্সিলার এবং পাড়ায় মেয়র প্রকল্প।তিনি আরও বলেন,শপথ নেওয়ার পরেই শহরবাসিকে একটি করে নাম্বার দেওয়া হবে।ওই নাম্বারে ফোন করলেই কাউন্সিলার কিংবা তার প্রতিনিধি সেদিনই দেখা করবেন ফোনের ওপারে থাকা ব্যাক্তির সঙ্গে এবং শুনবেন ওই নাগরিকের সমস্যা।করবেন সমাধান।একইভাবে মেয়রের দেখাও মিলবে সপ্তাহের নির্দিষ্ট দিনে।আসানসোল পুরসভার ১০৬টি ওয়ার্ডেই একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে।

{link}
তবে বিজেপির এই প্রকল্প নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল শি্বির।শাসক দলের মতে দিদির সমস্ত প্রকল্পগুলি নকল করছে বিজেপি।তৃনমূল প্রাথী অভিজিৎ ঘটকের মতে,স্বপ্ন দেখা ভাল,কিন্তু দিবাস্বপ্ন দেখছেন জিতেন্দ্র তিওয়ারি।শাসকদলের দুয়ারে সরকার প্রকল্পকে কেন্দ্র করে বিজেপি কটাক্ষ করেছিল,সারা বছর পড়াশোনা না করলে পরীক্ষার আগে কষ্ট করতে হয় না।এখন সেই একই কাজ করতে দেখা গেল গেরুয়া শিবিরকেও।সবমিলিয়ে পুরসভা ভোটের আগে সরগরম রাজনৈতিকমহল।                                                                                                                                                                         {ads}                                                                                                             
 

News Politics Jitendra Tiwari Corporation Election Duare Sorkar TMC BJP Asansol West Bengal রাজনীতি সংবাদ

Last Updated :