header banner

নদীয়ায় প্রকাশ্য জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী কে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ “রাজ্যের চাকরি দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী জড়িত। সেই কারণে চাকরি ডাটাবেস দিতে ভয় পাচ্ছেন তিনি।“ শনিবার নদীয়ার ধুবুলিয়ায় একটি প্রকাশ্য জনসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

{link}

এদিন তিনি ধুবুলিয়ার একটি জনসভায় অংশগ্রহণ করেন। নদীয়ার উত্তর বিজেপি সংগঠনের পক্ষ থেকে দলীয় কর্মীদের ওপর আক্রমণ এবং মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে একটি জনও সমাবেশের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ নদীয়ার বিভিন্ন বিজেপি বিধায়ক এবং দলের প্রথম সারির জেলা নেতৃত্বরা। সেখানে ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছে সেখানে সেখানে তিনি প্রবেশ করবেন। প্রয়োজন হলে বিভিন্ন সনাতন ধর্মের মানুষদের কাছে তার মাসিক বেতনের ব্যক্তিগত টাকা তাদের হাতে তুলে দেবেন এবং বলবেন প্রতিটি জায়গায় সিসিটিভি ফুটেজ লাগাতে।

{link}

সমাবেশের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পরেশ অধিকারী কে তার মেয়ের চাকরি দেওয়ার শর্তে তৃণমূল নিজের দলে এনেছিল। চাকরির দুর্নীতিতে মুখ্যমন্ত্রী নিজে সরাসরি ভাবে জড়িত। সেই কারণেই সরকারি চাকরির ডাটাবেস দিতে ভয় পাচ্ছেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন এই সরকার শুধুমাত্র তোলাবাজি এবং বিজেপিকে কিভাবে আটকাবে সেই কাজ করে যাচ্ছে।

{ads}
 

News Politics Job corruption Chief Minister BJP leader Shuvendu Adhikari Public meeting Dhubulia Nadia West Bengal India শুভেন্দু অধিকারি নদীয়া সংবাদ

Last Updated :