নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবস। তার কারণে বিভিন্ন জেলায় প্রস্তুতিও তুঙ্গে। সেরকমই এক প্রস্তুতি সভায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে অন্নপূর্ণা ঠাকুরের সঙ্গে তুলনা করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। প্রকাশ্য জনসভায় এরকম একটি মন্তব্যের জন্য রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা।
{link}
বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার উদ্যোগে হাড়োয়া সার্কাস ময়দানে শহীদ স্মরণের জন্য একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় বসিরহাটের বিভিন্ন তৃণমূল কর্মীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য তৃনমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। প্রকাশ্য জনসভায় তিনি বলেন, মমতা ব্যানার্জী মা অন্নপূর্ণার মত নিশ্চিত করবেন বাংলার সন্তানরা যেন থাকে দুধে ভাতে। বাংলার মানুষ বিপদে পড়লে মোদীজি বাঁচাতে আসেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। পাশাপাশি তৃণমূল নেত্রীকে মহুয়া মিত্রের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সভায় তিনি বলেন, কেন্দ্র সরকার রাজ্যকে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। একদিকে বাংলার মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন মোদীজি। মোদীজি ৮ হাজার কোটি টাকা দিয়ে প্লেন কিনছেন। কুড়ি হাজার কোটি টাকা দিয়ে অশোক স্তম্ভ বানাচ্ছেন। শুধু বাংলার মানুষকে তিনি বঞ্চিত করছেন। কারণ বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয়নি।
{link}
তিনি আরও বলেন, বাংলার মানুষদের জব্দ করতে কেন্দ্রীয় সরকার ১০০ দিন ও আবাস যোজনা প্রকল্পের টাকা আটকে দিয়েছেন। বাংলার মানুষকে বঞ্চিত করছেন মোদীজি। বেশ কিছুদিন আগে তৃণমূল নেতা নির্মল মাঝি মুখ্যমন্ত্রীকে মা সারদার সাথে তুলনা করে বিতর্কের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। তার রেষ কাটতে না কাটতেই সায়নী ঘোষের এহেন মন্তব্যে রাজনৈতিক মহলে পুনরায় শুরু হয়েছে বিতর্ক। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত শাসক দলের নেতা মন্ত্রীরা কোন মন্তব্য করেননি।
{ads}