header banner

পলাশীপাড়ার পর এবার চাপড়ার বিধায়কের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ ফের তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। তাপস সাহার পর এবার চাকরি দেওয়ার নাম করে টাকা তছরূপের অভিযোগ উঠলো চাপড়ার বিধায়ক রুকবানু রহমানের বিরুদ্ধে। কিছুদিন আগেই নদিয়ার পলাশীপাড়ার বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে একই রকম অভিযোগ ওঠে। ঠিক তারপরেই  বিধায়ক রূকবানুর রহমানের বিরুদ্ধেও উঠলো টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ।

{link}

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাপড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল নেতা চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছয় লক্ষ করে টাকা তুলেছেন। চাপড়া এলাকার একাধিক মানুষের অভিযোগ, রুকবানুর রহমান ও তার সঙ্গী সুখদেব ব্রম্ভর হাতেই তারা টাকা দিয়েছিলেন। জানা যায়, তৃণমূল বিধায়ক রুকবানু ২০১৬ সালে আপার প্রাইমারিতে চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন চাকরি না মেলায় তারা টাকা ফেরত এর দাবি করেন। বাড়ির ছেলেদের চাকরি হওয়ার জন্য জমি বাড়ি বেচেও অনেকে টাকা দিয়েছেন। কিন্তু বিগত ছয় বছর কেটে গেলেও আজও তারা টাকা ফেরত পাননি। তাই অবশেষে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চাপড়া বিধানসভা কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

{link}

 এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়, এই কেলেঙ্কারিতে যে সমস্ত তৃণমূল বিধায়ক এবং নেতা জড়িত তাদের অবিলম্বে বিধায়কের পদ থেকে খারিজ করতে হবে। ঘটনার পর এখনও পর্যন্ত তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাসক দলের পক্ষ থেকেও এই বিষয় নিয়ে কিছু জানানো হয়নি। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করেন।

{ads} 
 

News Politics MLA Rukbanu Rahman Chapra Palashipara Nadia West Bengal India চাপড়া নদীয়া সংবাদ

Last Updated :