header banner

এসএসসি দুর্নীতির প্রতিবাদে বিজেপির মিছিলকে ঘিরে বিক্ষোভ আসানসোলে

article banner

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমানঃ এসএসসির দুর্নীতি নিয়ে উত্তাল গোটা রাজ্য। প্রায় নিত্যদিনই জেলায় জেলায় চলছে বিরোধী দলগুলির বিক্ষোভ মিছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এবার বিজেপির মিছিল কে ঘিরে ছড়িয়ে পড়ল ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে আসানসোলের কাজী নজরুল ইউনিভার্সিটির গেটে। মঙ্গলবার এই ঘটনাটিকে ঘিরে কলেজ চত্বর সহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

{link}

স্থানীয় সূত্রের খবর, এদিন আসানসোলের পুরোনো স্টেশন থেকে আসা মিছিলের বিজেপি সমর্থকরা হঠাৎই ইউনিভার্সিটির গেটে উঠে পড়েন। গেটে লাগানো শাসক দল ও সিপিএম এর পোস্টার ব্যানার ও তারে খুলে ফেলেন বলে অভিযোগ। অধ্যাপিকা মোনালিসা দাস ও মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে স্লোগান ও গ্রেফতারের দাবি ও জানান বিজেপি সমর্থকরা। বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জি ও চন্দ্রশেখর মুখার্জি জানান মোনালিসার মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন ভাইস চ্যান্সেলর ও এমনটাও অভিযোগ করেন তারা।

{link}

 বিজেপি নেতাদের অভিযোগ, মন্ত্রীর বাড়িতে গিয়ে গা ঢাকা দিচ্ছেন ভাইস চ্যান্সেলর। দুর্নীতির তদন্ত সম্পুর্ন ভাবে করতে হবে। গ্রেফতার করতে হবে মন্ত্রী ও মোনালিসা কে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি দিলীপ দে, রাজ্য যুব নেতা বাপ্পা চ্যাটার্জি, চন্দ্রশেখর মুখার্জি সহ আরো অনেকে।

{ads}
 

News Politics Protest march BJP SSS corruption Kazi Nazrul University Asansol West Burdwan West Bengal India কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আসানসোল সংবাদ

Last Updated :