header banner

রামপুরহাট কান্ডের প্রতিবাদে জয়নগরে সিপিআইএম এর বিক্ষোভ ও পথ অবরোধ

article banner

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ রামপুরহাটের নৃশংস গণহত্যা কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাতে জয়নগরে সিপিএম এর পক্ষ থেকে বিক্ষোভ ও পথ অবরোধ করা হয় । জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে সিপিআইএম কর্মীরা পথসভা করেন। শুধু তাই নয়,বেশ কিছুক্ষন তারা পথ অবরোধও করেন।

{link}

বিক্ষোভ কর্মসূচি থেকে দাবী তোলা হয় বীরভূমের রামপুরহাট এর ঘটনায় অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। এছাড়াও রাজ্যের পুলিশ ও মন্ত্রীদের পদত্যাগ চেয়েও দাবি করেন তারা। সোমবার রাতে তৃণমূল উপপ্রধান ভাদু সেখ খুন হওয়ার পরেই বগটুই গ্রামে পরপর আগুন লেগে মৃত্যু হয় ১০ জন নিরীহ মানুষের,যার জেরে উত্তপ্ত রাজ্য সহ গোটা রাজনৈতিক মহল।

{link}

 

গতকালই এই ঘটনাটিকে গণহত্যা বলে দাবি করেছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তার অভিযোগ,প্রতিদিন বাংলায় মানুষ খুন হচ্ছে। তৃণমূলের ঝান্ডা হাতে নিয়েও রেহাই নেই। গোটা ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার।

{ads}

News Politics Protests and roadblocks were set up by the CPIM in Jaynagar Rampurhat Birbhum West Bengal India সিপিআইএম জয়নগর সংবাদ

Last Updated :