header banner

পার্থ-অর্পিতার গুপ্তধনের খোঁজে এবার দুষ্কৃতী হানা বারুইপুরের বাগানবাড়িতে

article banner


সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ চায়ের দোকান থেকে রাজ্যের অলি গলি কিংবা ডাইনিং টেবিল, সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু "পার্থ-অর্পিতা"। যত দিন যাচ্ছে ততই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা (ইডি) শিক্ষক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একের পর এক ফ্ল্যাট থেকে উদ্ধার করছে টাকার পাহাড়। যেভাবে মন্ত্রী ও তার মডেল বান্ধবী অর্পিতার পাহাড় সমান সম্পত্তির হদিস পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাতে এবার মনে হয় চোখ নাচতে শুরু করে দিয়েছে দুষ্কৃতীদেরও। বেশ কিছুদিন আগেই ইডি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পুঁড়ি গ্রামে পার্থ-অর্পিতার একটি সুবিশাল বাগানবাড়ির খোঁজ পেয়েছে। বুধবার গভীর রাতে সেই বাগানবাড়িতেই ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা।

{link} 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সময় এই বিশাল বাগান বাড়ি "বিশ্রামে"সময় কাটাতে আসতেন পার্থ ও অর্পিতা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বড্ড প্রিয় বাগানবাড়ি ছিল এই "বিশ্রাম"। বুধবার রাতে অর্পিতার বেলঘরিয়া রথতলার আবাসন থেকে যেখানে পুনরায় উদ্ধার হয় ২৮ কোটি টাকা ও প্রচুর সোনা সেখানে ওই রাতেই পার্থবাবুর সাধের বাগানবাড়িতে ঘটে যায় দুঃসাহসিক চুরির ঘটনা। মন্ত্রীর বাগানবাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনা স্থলে পৌঁছেছে বারুইপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, বুধবার গভীর রাতে বাগানবাড়িতে হঠাৎ ৩-৪ জন দুষ্কৃতী পাঁচিল টপকে ঘরের সামনে গেটের তালা ভেঙে মালপত্র বের করে একটি পণ্য বাহী গাড়িতে করে নিয়ে চম্পট দেয়।

{link}

তবে যেভাবে মন্ত্রীর বান্ধবীর একের পর এক বাড়ি থেকে উদ্ধার হচ্ছে পাহাড় সমান টাকা ও বিপুল সোনা গয়না সেক্ষেত্রে বারুইপুরের এই বাগান বাড়িতে বিপুল অঙ্কের টাকা থাকা সম্ভব বলেও মনে করছেন ইডির আধিকারিকরা। তবে কী সেই কারনেই তদন্তকারী সংস্থা আধিকারিকদের পৌঁছানোর আগে দুষ্কৃতী হানা "বিশ্রামে"? জানা যায়, দুষ্কৃতীরা সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার সময় পাশের একটি বাগানে ফেলে গিয়েছে গ্যাস সিলিন্ডার। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আপাতত রহস্য উন্মোচনে বারুইপুর জেলার পুলিশ।

{ads}
 

News Politics SSS scam Partha Chatterjee Arpita Mukherjee Garden house Thief Punri Baruipur South 24 Pargana West Bengal India পুঁড়ি বারুইপুর সংবাদ

Last Updated :