header banner

মোহভঙ্গ সোনালির? পদ্ম ছেড়ে আবার ঘাসফুলের আচ্ছাদনে আসার বাসনা ঘিরে জল্পনা তুঙ্গে

article banner

একুশের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে চোখের জলে কেঁদে ভাসিয়ে তৃণমূল ছেড়েছিলেন তিনি। কিন্তু তার মাস তিনেকের মধ্যেই মোহভঙ্গ? খবর অনেকটা সেইরকমই, গেরুয়া শিবির ছেড়ে ফের সবুজ শিবিরেই ফিরতে চেয়ে পুরানো দলের নেত্রীকে কাতর আবেদন জানিয়েছেন সোনালি গুহ। শনিবার এমন খবরই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও এ ব্যাপারে সোনালীর প্রতিক্রিয়া এখনও মেলেনি। দলের প্রতি এহেন ব্যাবহারের পরেও কি তাকে ফেরার সুযোগ দেওয়া হবে দলে? প্রশ্ন সেখানেই।  

{link}
কংগ্রেস ভেঙে তৃণমূল গঠিত হওয়ার পরে মমতার চার পাশে ছায়ার মতো ঘুরতেন যে কয়েকজন, তাঁদের মধ্যে একজন ছিলেন সোনালী গুহ। তার ‘মেজাজি মন’ এবং চোখা চোখা বক্তব্য দলের পালের জোগাতো ঝোড়ো হাওয়া। যার জেরে বাম জমানায়ও তরতরিয়ে চলতে থাকে তৃণমূলের নৌকা। ২০১১ সালে রাজ্যের কুর্সিতে আসার পর সোনালির আনুগত্যকে কুর্নিস জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ডেপুটি স্পিকার পদে বসানো হয় সোনালীকে। তখন সম্পর্ক ভালোই ছিল।

{link}
কিন্তু দলের আরও কিছু বর্ষীয়ান সদস্য যেমন জটু লাহিড়ী, ব্রজমোমহন মজুনদারের মতো সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হয়নি সোনালীকেও। সেই খবর পাওয়ার পরেই কেঁদে ভাসিয়ে দেন সোনালী। সংবাদ মাধ্যমের দৌলতে সেই ছবি হু হু করে ছড়িয়ে পড়ে বাংলার বুকে। এর পরেই সোনালী দ্রুত যোগাযোগ করেন বিজেপির সঙ্গে। আনুষ্ঠানিক ভাবে হাতে তুলে নেন পদ্ম-আঁকা ঝান্ডা। যোগ দেন গেরুয়া শিবিরে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সোনালী ভেবেছিলেন পদ্ম-টিকিটে জিতে ‘মধুর প্রতিশোধ’ নেবেন। সোনালীর মনের গভীরে লুকিয়ে থাকা সেই স্বপ্ন ভেঙে যায় বিজেপি নেতৃত্ব তাঁকে প্রার্থী না করায়। ভোট চলাকালীন সময়ে প্রায় চুপচাপই ছিলেন সোনালী, তাকে খুব একটা দেখাও যায়নি ক্যামেরার সামনে। কিন্তু ভোটপর্ব চুকে যেতেই হয়েছে পদ্মের মোহভঙ্গ। অগত্যা পুরোনো আবাসনেই ফের মাথা গলানোর প্রস্তুতি শুরু। সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূলে ফিরতে চেয়ে দলনেত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন সোনালী। এখন দেখার, সোনালীর ‘কাতর আবেদন’ মঞ্জুর হয় কিনা!


কিন্তু এর ফলে ইতিমধ্যেই রাজ্যের এক অংশের মানুষের প্রশ্ন তবে কি শুধুই টিকিটের জন্যেই রাজনীতি করেন তারা। দলের প্রতি ভালোবাসা কি নামেই? এতো কিছুর পরেও কি তাকে আবার দলে ফিরিয়ে নেবেন দিদি? রাজনৈতিক জল্পনা তুঙ্গে 

{ads}
 

Sonali Guha Politics TMC BJP Mamata Banerjee Election West Bengal News India রাজনীতি সংবাদ

Last Updated :