header banner

২১ জুলাই উলুবেড়িয়ায় সভা বিজেপির, মনসাতলার দলীয় বৈঠকে জানালেন শুভেন্দু

article banner


নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ২১ জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের দিন। আর ওই দিন বিকেলে উলুবেড়িয়ায় সভা করবে বিজেপি। রবিবার হাওড়া উলুবেড়িয়ার মনসাতলায় দলীয় কার্যকারিণী বৈঠকে এসে এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।

{link} 

জানা যায়, শহীদ দিবসের দিন হাওড়ায় ক্ষতিগ্রস্ত হিন্দু দোকানদারদের আর্থিক সাহায্য করা হবে। এছাড়াও উলুবেড়িয়ায় একটি প্রতিবাদ সভা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু। রবিবার দলীয় কার্যকারিণী বৈঠকে এসে রাজ্যের বিরোধী দলনেতা সাংবাদিকদের বলেন, ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গ থেকে প্রায় পনেরো থেকে কুড়ি কোটি টাকা ঢালা হয়েছিল। চাটার্ড ফ্লাইটে করে গিয়ে খরচ করা হয়েছে। সেখানে বিভিন্ন তারকাদের নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সেখানকার মানুষ নির্বাচনে এই সিন্ডিকেটের সরকারকে যোগ্য জবাব দিয়েছেন। এদিন শুভেন্দু বলেন, একুশে জুলাই তারা হাওড়ার উলুবেড়িয়ায় প্রতিবাদ সভা করবেন। তবে সেই সভার সঙ্গে তৃণমূলের সভার কোনও সম্পর্ক নেই।

{link}

তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে হাওড়ায় যে তাণ্ডব চালানো হয়েছিল, সেখানে সলপ থেকে উলুবেড়িয়া পর্যন্ত যে সমস্ত হিন্দু দোকানদারদের দোকান ভেঙে দেওয়া হয়েছে এবং আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের সেই দিনের ওই সভায় ক্ষতিপূরণের সামান্য কিছু ব্যবস্থা করবেন বিরোধী দলনেতা। বিকেল চারটের পরে সেই সভা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্য সরকার তাদের নাম দিয়ে চালাচ্ছে। বিজেপি বাধ্য করবে যাতে সেখানে প্রধানমন্ত্রীর নাম বসানো হয়।

{ads}
 

News Politics TMC 21 July Martyr's Day BJP State opposition leader Shuvendu Adhikari Mansatala Uluberia West Bengal India উলুবেড়িয়া হাওড়া সংবাদ

Last Updated :