header banner

দ্বিতীয়বারও সিবিআই এর ডাক এড়াতেই অসুস্থ অনুব্রত?

article banner

নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ এই নিয়ে দ্বিতীয়বার সিবিআইয়ের ডাক এড়ালেন অনুব্রত মণ্ডল। গতকাল শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা নিয়ে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে নিজের চিকিৎসা করান ৷ এর আগেও, সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার দিন অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি৷

{link} 

সূত্রের খবর,গোরু পাচার কাণ্ডে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিশ দিয়ে শুক্রবার হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল সিবিআই৷ কিন্তু জানা যায় গতকাল আবারও সিবিআই দপ্তরে হাজিরা এড়ালেন তিনি। অনুব্রতর বদলে সিবিআই দপ্তরে হাজিরা দেন তাঁর আইনজীবী।এদিন অসুস্থ অবস্থায় অনুব্রতবাবু কে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানে হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মুর নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা তার শারীরিক পরীক্ষা করেন ৷হাসপাতাল সূত্রের খবর,শ্বাসকষ্ট জনিত সমস্যা সহ আরও একাধিক সমস্যা রয়েছে অনুব্রত বাবুর। প্রায় দুই ঘন্টা চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়৷ আপাতত তিনি বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন ও চিকিৎসা চলছে এমনটাই দলীয় সূত্রে জানা গিয়েছে। 

{link}

প্রসঙ্গত,এর আগেও সিবিআই-এর তলব পেয়ে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রতবাবু ৷ এবারেও তিনি সিবিআই এর হাত থেকে রক্ষা পেতে অজুহাত হিসাবে একই ব্রম্ভাস্ত্র প্রয়োগ করলেন। তবে বারবার সিবিআই এর ডাক পেয়ে কেন তিনি অসুস্থ হয়ে পড়ছেন এই বিষয়টি নিয়েই ধোঁয়াশা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। সত্যিই কি তিনি অসুস্থ নাকি সিবিআই-এর সমন এড়াতেই বারংবার এহেন অজুহাত দিচ্ছেন তিনি। তবে কিছুই এখনও সম্পূর্ন স্পষ্ট নয়।

{ads}

News Politics TMC Anubrata Mondal CBI Bolpur Sub Divisional Hospital SSKM Hospital Shantinekatan Birbhum West Bengal India তৃণমূল কংগ্রেস অনুব্রত মন্ডল সংবাদ

Last Updated :