header banner

"জনজাতির বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়" বারুইপুরের জনসভায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ কেন্দ্রীয় সরকারের ৮ বছরের সেবা, সুশাসন ও কল্যাণের প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুক্রবার মিছিল করা হল বারুইপুরে। বারুইপুর জেলা পার্টি অফিস থেকে বারুইপুর মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত এদিন বিরোধী দলনেতা ও বিজেপি সমর্থকরা পদযাত্রা করেন। সেখানে একটি ছোট সভাও করেন তিনি। সেই সভায় রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি।

{link}

সভায় ববিতার চাকরি নিয়ে তিনি বলেন, আদালতের নির্দেশকে স্বাগত। এটি একটি ঐতিহাসিক রায়। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তার মন্তব্য, অটল বিহারী বাজপেয়ী আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন। নরেন্দ্র মোদি জনজাতি উপজাতির একজনকে রাষ্ট্রপতি প্রার্থী করেছেন। একমাত্র বিজেপিই এটি পারে বলে দাবী শুভেন্দুর। তিনি আরও বলেন, এই জনজাতির বিরোধী মমতা বন্দোপাধ্যায়। তাই কংগ্রেস ও সিপিএমকে নিয়ে বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী। সুদীপ্ত সেনের চিঠি নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান শুভেন্দু । তিনি স্পষ্ট জানিয়ে দেন এইসব ফালতু কথার তিনি উত্তর দেবেন না। রাজ্য সম্পর্কে রাজ্যপালের বক্তব্য কে স্বাগত জানিয়ে তিনি বলেন, এনএইচআরসিও একই কথা বলেছে। এই রাজ্যে আইনের শাসন চলেনা বলে তার অভিযোগ। তার আরও অভিযোগ, ভুয়ো সরকারের স্বাস্থ্য সাথীর কার্ড কোথাও চলে না। কোন নার্সিংহোম নেয় না। যে রাজ্যে ভুয়ো ভ্যাকসিন সাংসদের গায়ে দিয়ে দেয় সেই রাজ্যের সবটাই ভুয়ো।

{link}

মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ওইটা আদর্শগত বিরোধী জোট ছিল। শিব সৈনিকরা রাষ্ট্রবাদী ও শিবাজী মহারাজের আদর্শে কাজ করেন। একটা আদর্শ বিচার ধারার বাইরে গিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উদ্ধব ঠাকরে অনৈতিক জোট করেছিলেন। তাই প্রকৃত শিব সৈনিকরা তাকে ছেড়ে অন্য পথ ধরেছেন যেটা সঠিক পথ। এটা শিবসেনার আভ্যন্তরীণ বিষয়। সিন্দে সহ যারা বিদ্রোহ করেছে তারা প্রকৃত বালা সাহেব ঠাকরে ও শিবাজী মহারাজের পথ ধরেছে। সেটাই আসল পথ।

{ads}
 

News Politics TMC BJP Congress Opposition leader Shuvendu Adhikari Baruipur district party office South 24 Pargana West Bengal India বিজেপি দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :