header banner

বিধানসভার ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ বগটুই গ্রামের হত্যালীলাকে কেন্দ্র করে গতকাল বিধানসভা শুরু হতেই তৃণমূল বিজেপির হাতাহাতিতে তৈরী হয় ধুন্ধুমার পরিস্থিতি। আজ সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা।

{link}

 গতকাল বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং বিজেপির বিধায়কের মধ্যে হাতিহাতি শুরু হয়। ঘটনার জেরে কার্যত রক্তাক্ত হয়ে ওঠে পরিস্থিতি। কোন বিধায়ক এর নাক ফেটে যায় আবার কোন বিধায়ক এর চশমা ভেঙে যায়। এর পাশাপাশি কয়েকজন বিধায়কের জামা ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে এমনটা অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। প্রথমে শুভেন্দু অধিকারী ও তার বিধায়করা এই হামলা চালায় বলে তৃণমূল বিধায়কদের দাবি। যদিও তৃণমূল বিধায়করাই হামলা চালিয়েছে বলে পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের। তাদের অভিযোগ, যেহেতু আমরা বিধানসভায় সংখ্যালঘু সেই কারণেই বিরোধীদের স্বাধীনতা কেড়ে নিতে এই হামলা চালিয়েছে শাসকদল।

{link}

 মূলত সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। সেইমতো এদিন শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তার পাশাপাশি তাদের আরও দাবি, যারা বিজেপি বিধায়কের উপর আক্রমণ চালিয়েছে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

{ads}

News Politics TMC BJP demanded the resignation of the Chief Minister Shantipur Police Station Nadia West Bengal India তৃণমূল বিজেপি সংবাদ

Last Updated : 3 years ago