header banner

আবাস যোজনা নিয়ে দ্বন্দ, বিতর্ক উস্কে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্য সরকারের নামে চালানোর অভিযোগের মাঝেই সেই বিতর্ককে আরও বেশী উস্কে দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সোমবার তিনি তার বিধানসভা এলাকার তিলাবেদ্যা, মানকানালী গ্রামে গিয়ে সরকারী প্রকল্পে নির্মিত বাড়ি গুলিতে 'বাংলার আবাস যোজনা' লেখা সরিয়ে 'প্রধানমন্ত্রী আবাস যোজনা' লেখা কাগজ লাগিয়ে দিলেন।

{link}

বিজেপি বিধায়কের এহেন কর্মকান্ড নিয়েই রাজ্যে শুরু হয়েছে শাসক-বিরোধীর রাজনৈতিক তর্জা। বিধায়ক নীলাদ্রি শেখর দানার দাবি, উন্নয়নের নামে রাজ্য সরকার দ্বিচারিতা করছে। কেন্দ্রীয় প্রকল্প গুলিকে 'হাইজ্যাক' করে শুধু নাম পরিবর্তন করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প গুলিকে মুখ্যমন্ত্রী তাঁর 'ভাই-ভাইপো'কে দিয়ে রাতারাতি নাম পাল্টে বাংলার আবাস যোজনা লেখা স্টীকার লাগাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।

{link}

এর আগেও একাধিক বিজেপি নেতা এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও একাধিকবার এ বিষয় নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন। তবে বিধায়ক নীলাদ্রি শেখরের কর্মকান্ডে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এবিষয়ে তৃণমূলের একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কাউকেই ফোনে পাওয়া যায়নি। তাই মেলেনি কোন প্রতিক্রিয়াও।

{ads}
 

News Politics TMC BJP MLA Niladri Shekhar Dana Government projects Tilabedya Bankura West Bengal India বাঁকুড়া সংবাদ

Last Updated :