header banner

মুখ্যমন্ত্রীকে ছাপ্পাশ্রী দেওয়া হোক...মগরাহাটের জনসভায় এসে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ তৃণমূলের বিধায়কেরা এতদিন বাইরে ছাপ্পা দিত। সোমবার থেকে বিধানসভায় ছাপ্পা দিচ্ছে। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে "ছাপাশ্রী"দেওয়া হোক। মগরাহাটের ইয়ারপুরের জনসভায় এসে শাসক দলের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

{link}

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের জনসভায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনসভা থেকে রাজ্যের একের পর এক দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কার্যত কড়া ভাষায় বিঁধলেন শুভেন্দু। এই জনসভাতে উপস্থিত থাকার কথা ছিল আসানসোল বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল ও অভিনেতা রুদ্রনীল ঘোষের। কিন্তু বিধানসভায় বিজেপির প্রতিবাদ থাকার কারণে সবাই এসে উপস্থিত হতে পারেননি। বৃহস্পতিবারের এই জনসভা থেকে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী কে কড়া ভাষায় কটাক্ষ করেন। তিনি বলেন, কেন্দ্রের প্রকল্পগুলিকে রাজ্য সরকার নিজেদের প্রকল্প বলে এতদিন চালাচ্ছিল, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তাই এত আন্দোলন হচ্ছে। রাজ্যে এখন কাঠ মানির সরকার চলছে। বাম আমলে এই মুখ্যমন্ত্রী বামেরা কেন্দ্রের কাছে দেনা করেছে বলে আন্দোলন করতেন। এখন এই রাজ্য সরকার বাম আমলের দেনার টাকার অঙ্ক ছাড়িয়ে গিয়েছে। সংখ্যালঘুদের নিয়ে ভোটের রাজনীতি করছে মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার তোষণে রাজনীতি করছে। এই সভা থেকে তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে। রাজ্যে চাকরি নেই। বেকারত্ব বাড়ছে। তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব লেম পোস্ট।

{link}

 লক্ষীর ভান্ডার দিতে গিয়ে রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, তৃণমূলের সবাই চোর। এই সভা থেকে তিনি কর্মী-সমর্থকদের আশ্বাস দিয়ে বলেন, জনগণের টাকা যারা আত্মসাৎ করেছে তাদেরকে দেখে নেওয়া হবে। আগামী দিনের জন্য তিনি একগুচ্ছ কর্মসূচির কথাও জানিয়েছেন। এদিন বিরোধী দলনেতা ২০২৪ শে রাজ্যের লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে এমনটাই ইঙ্গিত দিয়েছেন। কর্মীদের মনবলকে উজ্জীবিত করতে তিনি বলেন,২০২৪ এর ভোট রাজ্য পুলিশ দিয়ে হবে না, এবার কেন্দ্রের পুলিশ থাকবে।

{ads}
 

News Politics TMC BJP Opposition leader Suvendu Adhikari Yarpur Mograhat South 24 Pargana West Bengal India মগরাহাট দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :