header banner

তৃণমূল কর্মীর হাতেই প্রহৃত আর এক তৃণমূল কর্মী

article banner


নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ তৃণমূল কর্মীকে মারধোর করছেন খোদ এক তৃণমূল কর্মী। উত্তর ২৪ পরগনার খড়দহ পাতুলীয়া এলাকায় শোনা গেল কিছুটা এমনই অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগের জেরে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কটাক্ষের মুখে শাসকদল।

{link}

এদিন অভিযোগকারী তৃণমূল কর্মী মনোজ মুহুরীর অভিযোগ, গত ১৭ তারিখ পাতুলীয়া বাজারের সামনে দাঁড়িয়ে তিনি সোমনাথ নামে এক ব্যাক্তির সাথে কথা বলছিলেন। এরপর সোমনাথের সাথে তার কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়। ঠিক সেই সময় ফোন করে সোমনাথ পাতুলীয়া আবাসনের তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ চক্রবর্তী কে ডাকেন। অভিযোগ, আশিষ চক্রবর্তী ও তার দলবল এসে তৃণমূল নেতার নেতৃত্বে হামলা চালায় এবং ,মনোজ কে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে। তার আরও অভিযোগ, রাস্তা দিয়ে তাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যায় আশিষ ও তার দলবল। এরপর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাকে মহুরী খড়দহ শ্রী বলরাম শিবমন্দির রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করে। আপাতত গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন। যদিও অভিযুক্ত আশিস চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন l তৃণমূল নেতা আশিষ চক্রবর্তী ওই ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ দিয়ে বলেন, সেই সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তার অভিযোগ, মনোজ মুহুরী এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং তিনি তৃণমূল করেন না। তিনি আরও বলেন, সেদিন তিনি মদপ্য অবস্থায় ছিলেন। এলাকায় সোমনাথ বলে এক যুবকের সাথে ঝামেলা হয়েছে এবং তাদের মধ্যে মারামারি হয়েছে। এর সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন।

{link}

 সিসিটিভি ফুটেজে মারধরের ঘটনার সময় ঘটনাস্থলে আশিষ কে দেখা না গেলেও পুরো ঘটনাটির তদন্ত করে দেখছে রহড়া থানার পুলিশ। তবে এই ঘটনার সাথে দলের কোনো যোগ নেই, আইন আইনের পথে চলবে, এমনটাই জানিয়েছেন খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলী পুরোকাইত। এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি উত্তর ২৪ পরগনার বিজেপির আহ্বায়ক জয় সাহা। তিনি বলেন, এই ঘটনা শাসকদলের এলাকা দখলের লড়াই। যদিও এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।

{ads} 
 

News Politics TMC Beating a trinamul activist Ashis Chakrabarty Secretary of Trinamul Congress Patulia North 24 Pargana west Bnegal India উত্তর ২৪ পরগনা সংবাদ

Last Updated :