header banner

তৃণমূলের ব্যানার ছেঁড়া কে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ার তাহেরপুর পৌরসভায়

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ রাতের অন্ধকারে তৃণমূলের ব্যানার ও পতাকা ছেঁড়া কে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ার তাহেরপুর পৌরসভায়। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। স্থানীয় সূত্রের খবর,সোমবার গভীর রাতে তাহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তৃপ্তি ঘোষের প্রচারের ব্যানার এবং দলীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়।

{link}

 আরও জানা জায়,সেদিন রাতে একাধিক জায়গায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।এরপর সকালে ঘটনাটি নজরে পড়ে এলাকার স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় একাধিক স্থানীয় তৃণমূল কর্মীসহ তৃণমূল প্রার্থী তৃপ্তি ঘোষ এবং তাহেরপুরের শীর্ষ নেতৃত্বরা।এই ঘটনার বিষয়ে তাহেরপুর শহরের তৃণমূল সভাপতি পরিতোষ ঘোষ বলেন,”দীর্ঘদিন ওই পৌরসভা বামেদের দখলে ছিল। সেই কারণে মানুষ কোন পরিষেবা পাচ্ছিল না। সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন। এই কারণেই সমাজবিরোধীরা মানুষকে  এবং তৃণমূল কর্মীদের ভয় দেখাতে রাতের অন্ধকারে এই কাজ করছেন। ইতিমধ্যেই আমরা তাহেরপুর থানায় পুরো বিষয়টি জানিয়েছি। একটি লিখিত অভিযোগ করছি যাতে যারা এই ঘটনায় যুক্ত ওই দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হয়।“

{link}

 এর পাশাপাশি তিনি আরও বলেন তাহেরপুর পৌরসভা এবার তৃণমূলের দখলে আসবে এটা নিশ্চিত। ইতিমধ্যেই পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে পুরসভা ভোটের মুখে কে বা কারা রাতের অন্ধকারে এই কাজটি করেছে সে বিষয়ে এখনও জানা যায়নি। যদিও তৃণমূলের করা অভিযোগ অস্বীকার করেছেন বিরোধীরা।

{ads}
 

News Politics TMC candidate Tripti Ghosh Taherpur Municipality Nadia West Bengal India তৃণমূল কংগ্রেস সংবাদ

Last Updated :