header banner

বোমা মেরে বীরভূম তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান কে খুন দুষ্কৃতীদের

article banner

নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ তৃণমুল কংগ্রেসের উপ-প্রধানকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে খুন করল দুষ্কৃতীরা। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। নিহত উপ-প্রধানের নাম ভাদু সেখ। তিনি বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন।

{link}

স্থানীয় সূত্রের খবর,তিনি বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ের কাছে তিনি বসে ছিলেন। সেই সময় বেশ কিছু দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়ে বোমা মারে। বোমার আঘাতে ঘটনাস্থলেই তিনি ক্ষত বিক্ষত হয়ে পড়ে থাকেন। এরপর তাঁকে রক্তাক্ত অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন । ঘটনার পরেই রামপুরহাট থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে জমায়েত হয় এবং এলাকায় টহলদারি শুরু করে।

{link}

 ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। কীভাবে এই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পৌরসভা ভোটকে কেন্দ্র করে গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় বেশ কিছু খুনের ঘটনা ঘটেছে। আর সেগুলির তদন্ত না হওয়ার মধ্যেই ফের আর একটি রাজনৈতিক খুনের ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের প্রশাসনের ভূমিকা ও আইনশৃঙ্খল।

{ads}

News Politics TMC deputy chief Vadu Sheikh killed by the bomb Rampurhat Birbhum West Bengal India রামপুরহাট বীরভূম সংবাদ

Last Updated : 3 years ago