header banner

দুয়ারে বিপদ,প্রাণ বাঁচাতে গ্রাম ছাড়ছেন রামপুরহাটের গ্রামবাসীরা

article banner

নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ এক রাতের মধ্যে পাল্টে গেল গোটা বীরভূমের চিত্র। প্রাণ বাঁচাতে মরিয়া গ্রামবাসীরা। বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু সেখের মৃত্যুর পর যে ঘটনা ঘটেছে তা দেখে ভাদু সেখের বাড়ির লোকজন সহ স্থানীয় বাসিন্দারা ভয়ে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন অন্য জায়গায়।

{link}

 আজ সকালেও চাপা আতঙ্ক নিয়ে বগটুই গ্রাম ছেড়ে চলে যান বহু মানুষ। এদিন ভাদু সেখের বাবা জানান,যেখানে তারা সুখ পাবেন, আস্থা পাবেন সেখানেই যাবেন। তার ছেলেকে যেখানে মেরে ফেলা হল সেখানে কোন ভরসায় তিনি তার পরিবার নিয়ে থাকবেন। তার আরও দাবি,একটা সময় তিনি জমি জায়গা বেচে রাজনীতি করেছেন,আজ সেই নেতারাই তার ছেলেকে নিজেদের স্বার্থের জন্য খুন করেছে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন,সোমবারের ঘটনার পর আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। রাতবিরেতে কেউ আগুন লাগিয়ে চলে গেলে তারা কিছুই করতে পারবেননা। কোন ভরসায় তারা গ্রামে থাকবেন। এর আগেও একবার ভাদুর পরিবারের কারনে তাদের বাড়ি ছাড়তে হয়েছে।

{link}   

গত দু দশক পরে পুনরায় বীরভূমে দেখা গেল হত্যালীলার চিত্র। যা দেখে স্তম্ভিত রাজ্য সহ গোটা দেশ। প্রতিটা মুহুর্ত্বে আতঙ্কে দিন কাটাচ্ছেন রামপুরহাটের স্থানীয় বাসিন্দারা। প্রাণ বাঁচাতে তাদের ছাড়তে হচ্ছে নিজেদের ভিটেমাটিও। তবে প্রশ্ন হল কতদিন তারা মৃত্যুভয়ে পালিয়ে বেড়াবে? বাঁচার আশ্বাস নিয়ে আদৌ কি তারা ফিরতে পারবে নিজেদের বাড়ি?

{ads}

News Politics TMC deputy chief Vadu Sheikh Rampurhat Birbhum West Bengal India রামপুরহাট বীরভূম সংবাদ

Last Updated :