header banner

তোলা না পেয়ে তৃনমূল নেতার দাদাগিরি বর্ধমানের জামালপুরে

article banner

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ মুখ্যমন্ত্রীর কড়া বার্তা পেয়েও তোলা আদায় থেকে বিরত হতে নারাজ তৃণমূলের একাংশ নেতা। এটা যে নিছক কথার কথা নয় সেটা বাস্তবে প্রমাণ মিললো পূর্ব বর্ধমানের জামালপুরের চিকনহাটি গ্ৰামে এক তৃনমূল নেতার কার্যকলাপে। মোটা টাকা তোলা চেয়ে না পাওয়ায় বিদ্যালয়ে টিউব কল বসানোর কাজ বন্ধ করে দিল তৃনমূল নেতা।

{link} 

স্থানীয় সূত্রের খবর, ব্লকের ভিলেজ রিসোর্স পার্সন পদে কর্মরত অভিযুক্ত তৃনমূল নেতার নাম বিশ্বজিৎ ঘোষ। তার বিরুদ্ধেই তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ এনেছে একটি ঠিকাদার সংস্থা। ওই সংস্থার অভিযোগ, চিকনহাটি প্রাথমিক বিদ্যালয়ে তারা একটি টিউব কল বসাতে গেলে অভিযুক্ত তৃণমূল নেতা তাদের বাঁধা দেন। তাদের আরও অভিযোগ, তিনি দশ হাজার টাকা দাবি করেন তাদের কাছে। টাকা না পাওয়ায় তৃণমূল নেতা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ।

{link}

এই ঘটনার পরেই তার বিরুদ্ধে জামালপুর ব্লক এবং বিডিও দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন নির্মানকারি সংস্থার কর্নধার সেখ মার্জান আলি। অভিযোগ পেয়েই নড়ে চড়ে বসেন পুলিশ এবং প্রশাসনিক কর্তারা। এ বিষয়ে চকদিঘি গ্রামের প্রধান বলেন, ঘটনাটি সত্যি হলে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

{ads} 
 

News Politics TMC Despite receiving a strong message from The Chief Minister some Trinamul leaders are reluctant to refain from collecting Block VRP Biswajit Ghosh Jamalpur Burdwan West

Last Updated :