header banner

ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ বাঁকুড়ায়, আহত তৃণমূল কর্মী

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক দলগুলির মধ্যে গোষ্ঠীদ্বন্দ লেগেই রয়েছে। এরই মধ্যে আবারও শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ দেখা দিল বাঁকুড়ায়। বাঁকুড়ার পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সুব্রত কর্মকার শাসক দলের কর্মীদের হাতেই 'আক্রান্ত' হয় বলে অভিযোগ। প্রকাশ্য বাজারে শাসক দলের কর্মীরা তাকে রাস্তায় ফেলে মারধর করেন বলে তিনি অভিযোগ করেন। বৃহস্পতিবার এই  ঘটনায় পাত্রসায়ের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা যায়।

{link} 

স্থানীয় সূত্রে জানা যায়, পাত্রসায়েরে তৃণমূল ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জী গোষ্ঠীর সঙ্গে বিরোধী গোষ্ঠী দলের যুব সংগঠনের সভাপতি সুব্রত দত্তর গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। ঐ  যুব সভাপতি সুব্রত দত্তের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। জানা যায়, বৃহস্পতিবার সুব্রত কর্মকার বাইক নিয়ে পাত্রসায়ের বাজারে যান।  সেই সময় বিরোধী গোষ্ঠীর  ঘনিষ্ঠ শেখ মনিরুলের উপস্থিতিতে একদল দুস্কৃতি তাঁর উপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। রাস্তায় ফেলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে তিনি জানিয়েছেন। পরে তাকে উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আক্রান্ত বন ভূমি কর্মাধ্যক্ষ সুব্রত কর্মকারের দাবি, তৃণমূলেরই ব্লক সভাপতি গোষ্ঠীর লোকজন তাকে মারধর করেছে। যদিও তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জী ঐ অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, হামলাকারীদের কেউই তাদের গোষ্ঠীর লোক নয়। ব্যাক্তিগত ইর্ষার কারনে এই ঘটনায় নাম জড়িয়ে তাকে কালীমালিপ্ত করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

{link} 

 তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি, বিধায়ক অলোক মুখার্জী এ প্রসঙ্গে বলেন, ঘটনার কথা তিনি শুনেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ। ইতিমধ্যে একজন গ্রেফতারও করা হয়েছে বলে তিনি জানান। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর দাবি, তৃণমূলের নেতারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে মারপিট করছেন। এটা লজ্জার বিষয় বলেও তিনি মনে করছেন বলে জানান।

{ads}
 

News Politics TMC Factionalism Patrasayer Injured BJP Bankura West bengal India তৃণমূল বাঁকুড়া সংবাদ

Last Updated :