header banner

শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার ডোমজুড়

article banner

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো ডোমজুড়ের সলপ-১ নম্বর পঞ্চায়েতের ডাঁসি এলাকা। বৃহস্পতিবার দুপক্ষের সংঘর্ষে জখম হলেন ৩ জন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মেহেরান বেগম সরাসরি নিজের দলের বিধায়ক তথা হাওড়া সদরের সভাপতি কল্যাণ ঘোষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

{link}

পঞ্চায়েত সদস্যের অভিযোগ, সামান্য ছেলেদের মধ্যে একটা ছোট গোলোমালকে কেন্দ্র করে বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামীরা তাদের বাড়িতে বেপরোয়া হামলা চালায়। মেহেরান বেগমের আরও অভিযোগ,তার দেওর ও ছেলের মাথা ফাটিয়ে দেয় তারা। তিনি বলেন, এলাকার প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দীর্ঘদিন তৃণমূল করে এসেছেন। কিন্তু কল্যাণ ঘোষ এলাকার বিধায়ক হওয়ার পরই তাদের ওপর হামলা চালানো শুরু হয় বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্য বলেন, তাদের টার্গেট করে তৃণমূলের বিধায়ক কল্যাণ ঘোষের লোকেরা এই হামলা চালিয়েছে।

{link}

এ বিষয়ে পুলিশ জানায়, চুলে রঙ করা নিয়ে এই গোলমাল শুরু হলেও পরে তা বড় আকার নেয়। অন্যদিকে বিধায়ক কল্যাণ ঘোষের দাবি, এটা পারিবারিক ঘটনা। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। আর ওই পঞ্চায়েত সদস্য ২০২১ সালে তৎকালীন বিজেপি প্রার্থীর হয়ে কাজ করেছিলেন। তাদের মুখে এইসব কথা মানায় না। ওই পঞ্চায়েত সদস্য ও তার স্বামী এলাকায় বেআইনীভাবে জলের সংযোগ দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা লুট করেছেন। আপাতত পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

{ads} 
 

News Politics TMC Grassroots groups again clash MLA Kalyan Ghosh Domjur Howrah West Bengal India ডোমজুড় হাওড়া সংবাদ

Last Updated :