header banner

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ডোমজুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

article banner

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সম্ভবত মানুষকে আবার ফিরে যেতে হবে প্রাচীনকালে। হাওড়া ডোমজুড়ের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কিছুটা এমনই স্লোগান দিয়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে করল এক বিশাল মিছিল।

{link}

 এদিন ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষের নেতৃত্বে জগদীশপুর মোড় থেকে মাঝেরহাট পর্যন্ত মিছিলে পা মেলাল প্রায় কয়েকশো তৃণমূল কর্মী। বিক্ষোভকারীদের দাবি, পেট্রোপণ্যের লাগামছাড়া বৃদ্ধির ফলে আগামী দিনে মানুষকে যন্ত্র চালিত গাড়ির বদলে পুনরায় যাতায়াতের জন্য ব্যবহার করতে হবে হাতে টানা রিকশা অথবা পালকি। তাদের আরও দাবি,প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার বদলে মানুষকে প্রাগৈতিহাসিক যুগে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করছেন।

{link}

গাড়িতে চাপার জন্য তেল কেনার পয়সা না থাকায় এদিন শাসক দলের কর্মীরা রাস্তায় মোটরবাইকে আগুন জ্বালিয়ে দিয়ে পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানায়।

{ads} 
 

News Politics TMC Howrah domjur staged A huge procession in protest of the hike in petrol diesel prices Howrah West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :