header banner

বালির তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, পুলিশের দারস্থ ব্যাবসায়ী

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ ফের তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এবার হাওড়া বালির তৃণমূল নেতা ভাষ্কর গোপাল ওরফে কানুর বিরুদ্ধে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে তোলাবাজির অভিযোগ জানালেন বালির এক প্রবাসী ব্যবসায়ী। এই নিয়ে তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। জানা যায় অভিযোগকারী ওই ব্যাবসায়ীর নাম রূপের সিংহ।

{link}

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ী শনিবার সকালে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে একটি অভিযোগ দায়ের করেন, যাতে তিনি পরিষ্কারভাবে বালির প্রভাবশালী তৃণমূল নেতা ভাষ্কর গোপালের নামেও তোলাবাজির অভিযোগ করেন। তার অভিযোগ, বালির তিন নম্বর পুনম চাঁদ বাগারিয়া রোডের ৯২ কাঠা জমির উপরে তিনি হাসপাতাল এবং স্কুল করতে চেয়েছিলেন। কিন্তু ওই তৃণমূল নেতা বারংবার কাজে বাধা দিয়েছেন। তোলাবাজি নিয়ে রীতিমতো ব্যতিব্যস্ত হয়েই শেষ পর্যন্ত তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

{link}

বালি পাচার, গরু পাচার, সারদা কান্ড, এসএসসি নিয়ে দুর্নীতি ও তোলাবাজির মত নানা বিষয়ে রাজ্যের শাসকদলের একাধিক নেতার নাম জড়িত। নতুন করে আরও এক তৃণমূল নেতার নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে শাসকদলের নেতা মন্ত্রীরা। যদিও গোটা বিষয়টাই মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ওই তৃণমূল নেতা।

{ads}
 

News Politics TMC leader Migrant businessman Police Commissioner Bally Howrah West Bengal India বালি হাওড়া সংবাদ

Last Updated :