header banner

মহুয়ার বিতর্কিত মন্তব্য জেরে নিয়ামতপুরে পথ অবরোধ ও কুশপুত্তলিকা দাহ করল বিজেপি

article banner


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কালী ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার আন্দোলনে নামলো বিজেপি। এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের কুলটি নিয়ামতপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্বরা।

{link}

এদিনের অবরোধ কর্মসূচিতে কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার, বিজেপির রাজ্যনেতা নির্মল কর্মকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বেশ কিছুক্ষণ পথ অবরোধের জেরে নিয়ামতপুর জিটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। অবরোধের পাশাপাশি এদিন মহুয়া মৈত্রের কুশপুত্তলিকাও দাহ করা হয়েছে। এরপর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

{link}

এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্বরা বলেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কালী মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তার ই প্রতিবাদে এই পথ অবরোধ এবং মহুয়া মৈত্রের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। যদিও মহুয়া এখনও পর্যন্ত তার অবস্থানে অনড়। এ বিষয়ে তিনি একাধিক টুইট করেছেন। তিনি লিখেছেন,” আমি কালীর উপাসক। কারও অজ্ঞতা বা গুন্ডামিকে ভয় করিনা। পুলিশ বা ট্রোলকেও না। সত্যের সমর্থনে অন্য কিছুর দরকার হয় না।“  

{ads}
 

News Politics TMC MP Mahua Moitra BJP Neamatpur Kulati West Burdwan West Bengal India মহুয়া মৈত্র পশ্চিম বর্ধমান সংবাদ

Last Updated :