header banner

কাঁথি হাই স্কুলের শিক্ষিকার স্বামীর নাম পিএম আবাস যোজনার তালিকায়, তাজ্জব কাউন্সিলর

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ একাধারে তিনি হাই স্কুলের শিক্ষিকা আবার তৃণমূল নেত্রীও বটে। কিন্তু তার স্বামীর নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির তালিকায়। যা দেখে তাজ্জব সাধারণ মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১৭ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি তৈরির তালিকায় নাম রয়েছে কাঁথি হিন্দু গার্লস স্কুলের ভূগোলের শিক্ষিকা মীরা মণ্ডলের স্বামী জয়দেব মণ্ডলের। এই তালিকা প্রকাশ্যে আসার পর রীতিমতো শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে। গুঞ্জন উঠতে শুরু করেছে প্রত্যেক চায়ের দোকান থেকে পাড়ার বিভিন্ন আড্ডায়।

{link}

সূত্রের খবর, মীরা মন্ডল বিজেপি নেএী থাকার পর কাঁথি পুর নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেন।   হাই স্কুলের শিক্ষিকা হওয়ার সত্ত্বেও কি করে তার স্বামী জয়দেব মণ্ডল সরকারি প্রকল্পে বাড়ি পেতে পারেন  তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।  কাঁথি পুরসভার পুরপ্রধান ও পুর প্রশাসকের স্বজনপোষণের অভিযোগ তুলেছেন বিরোধীরা। যদিও এই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করেছেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না। শিক্ষিকা এই দম্পতির মানসিকতাকে কটাক্ষ করেছেন সর্বস্তরের মানুষ৷ এই ধরনের প্রভাবশালী ব্যক্তির একাধিক নাম তালিকায় রয়েছে বলে দাবি বিরোধী থেকে কাঁথি শহরের বাসিন্দাদের। নেএী বা হাই স্কুল শিক্ষিকার পাশে নেই এলাকার কাউন্সিলর থেকে জনপ্রতিনিধি এবং পুরপ্রধান। বস্তুত,  কাঁথি হিন্দু গার্লস স্কুলের ভূগোলের শিক্ষিকার তিনি। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি মহিলা মোর্চার নেত্রী ছিলেন। কিন্তু কাঁথি পুর নির্বাচনের সময় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এদিকে আবার তার স্বামী জয়দেব মণ্ডলের নাম তৎকালীন সারদার চিটফাণ্ড মামলায় যুক্ত থাকায় পুলিশ তাকে গ্রেফতারও করেছিলেন। আদালতের নির্দেশ ক্রমে জেলহাজতে থাকার পর শর্তসাপেক্ষে জামিন পান জয়দেব বাবু।

{link} 

এ বিষয়ে তৃণমূল নেতা দুলাল রায় বলেন, একজন হাই স্কুলের শিক্ষিকা হওয়ার সত্ত্বেও বাড়ী নিচ্ছেন! সেটা কখনোই পাওয়া উচিত নয়। তিনি লিস্টটি খতিয়ে দেখবেন। কাঁথি পুরসভা ১৭ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস ওয়ার্ড় কমিটির পক্ষ থেকে কমলেন্দু দাস বলেন, তিনি বিষয়টি জানেন না। কে বা কারা এই লিস্ট দিয়েছে তাও জানেন না। এই লিস্ট দেখে তিনি হতবাক। এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন তিনি। বাড়ি প্রাপক জয়দেব মণ্ডল বলেন, তার এডবেস্টারের বাড়ি। স্ত্রী শিক্ষিকা,  কিন্তু লোন থাকার কারণে বাড়ি তৈরি করতে পারেননি। তাই তিনি বাড়ি তৈরীর জন্য আবেদন করেছিলেন।কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল কুমার মান্না বলেন " হাই স্কুলের শিক্ষিকা হয়েও যদি বাড়ি তৈরীর জন্য আপিল করে থাকেন তাহলে খুবই অন্যায় করেছেন। অবিলম্বে খতিয়ে দেখে তার নাম অবশ্যই বাদ দেওয়া হবে।

{ads}
 

News Politics TMC Prime Minister Awas Yojona Scheme Kanthi East Medinipur West Bengal India কাঁথি পূর্ব মেদিনীপুর সংবাদ

Last Updated :