header banner

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে বোলপুরে তৃণমূলের মহিলা কর্মীদের অভিনব বিক্ষোভ

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ জ্বালানী থেকে শুরু করে ভোজ্যতেল, বর্তমান বাজারে সবকিছুর মূল্যই প্রায় আকাশচুম্বী। যার ফলে মধ্যবৃত্তের হেঁসেলে রীতিমত আগুন লাগার উপক্রম। তার ওপর নতুন করে রান্নার গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা। তাই জ্বালানীর এহেন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বোলপুরে দেখা গেল তৃণমূলের মহিলা কর্মীদের অভিনব বিক্ষোভ।

{link}

শনিবার বোলপুরের টুরিস্ট লজ মোড়ে তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরার নেতৃত্বে মহিলারা রাস্তায় উনুন জ্বেলে পাঁপর ভাজেন। এ বিষয়ে তৃণমূলের এক মহিলা কর্মী জানান,মধ্যবিত্ত সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তার মধ্যে প্রতিমাসে বাড়ছে গ্যাসের দাম। তাই গ্যাস শেষ হয়ে গেলে আর একটা গ্যাসের দাম কিভাবে জোগাড় হবে এই ভেবে সাধারণ মানুষের মাথায় পড়ছে হাত। তাদের দাবি, অবিলম্বে রান্নার গ্যাসের দাম কমানো হোক। একই সঙ্গে ভোজ্য তেলের দাম কমানোরও দাবি জানিয়েছেন তারা।

{link}

বর্তমান বাজারে রান্নার গ্যাসের দাম ১০২৬ টাকা। পেট্রোলের দাম ১১৫, ডিজেল মূল্য ৯৯ এবং কেরোসিনের দাম ৭৯। এছাড়াও ভোজ্যতেলের দামও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্য শুধু জ্বালানী আর তেলেই সীমাবদ্ধ নয়, ওষুধের মূল্য বাড়ছে হু হু করে। যার ফলে সাধারন মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

{ads} 
 

News Politics TMC Protest of increase fuel prices and cooking oil Bolpur Birbhum West Bnegal India বোলপুর বীরভূম সংবাদ

Last Updated :