header banner

যুব সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ পঞ্চায়েত সদস্যদের

article banner

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ব্লকের যুব সভাপতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রাম পঞ্চায়েতের সদস্যদের। ঘটনাটি ডায়মন্ড হারবার বিধানসভার বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার। এদিন বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতের সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের একাংশের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ হয়।

{link}

অভিযোগের তীর মূলত ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী,পঞ্চায়েত প্রধান আলপনা হালদার ও ওই অঞ্চলের যুব সভাপতি মেহেবুব মোল্লা বিরুদ্ধে। আন্দোলনকারীদের অভিযোগ, ১০০ দিনের কাজের আওতায় থাকা পুকুর কাটা রাস্তা করা সহ একাধিক জায়গায় দুর্নীতি করা হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, দুর্নীতির সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে পঞ্চায়েতের সামনে তাদের অবস্থান-বিক্ষোভ জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছিল ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশবাহিনী। এদিন বিক্ষোভকারীরা বাসুলডাঙা মোড় থেকে পঞ্চায়েতের উদ্দেশ্যে  মিছিল করে আসার সময় পঞ্চায়েতের সামনে সেই মিছিল আটকায় পুলিশ। এরপরেই তৃণমূল কর্মী সমর্থকদের সাথে বচসায়  জড়িয়ে পড়ে পুলিশকর্মীরা। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে পঞ্চায়েতের দিকে এগিয়ে যায়।

{link}

মূলত আন্দোলনকারীদের দাবির, ১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্প মূলক কাজের টাকা আত্মসাৎ করেছে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী, পঞ্চায়েত প্রধান আলপনা হালদার সহ এলাকার অঞ্চল সভাপতি। যার কারণে তাদের দ্রুত অপসারণের দাবি তুলেছেন পঞ্চায়েতের সদস্যরা। এই বিষয়ে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী বলেন, গোটা বিষয়টি নিয়ে দলের কাছে তিনি জানিয়েছেন। দল যা সিদ্ধান্ত নেবে তিনি মাথা পেতে নেবেন।

{ads}
 

News Politics TMC Protesting gram panchayet members Basuldanga gram panchayet Diamond Harbour South 24 Pargana West Bengal India দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :