header banner

পার্থর কোমরে দড়ি, ট্রেনের মধ্যে বিজেপির অভিনব প্রচার অভিযান

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ শিক্ষা ব্যাবস্থায় তৃণমূল সরকারের একটার পর একটা দুর্নীতি প্রকাশ্যে আসছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের আবাসন থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেই নিয়েই বিরোধী দল বিজেপির "চোর ধরো জেলে ভরো" কর্মসূচির অন্যতম পর্যায়ে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন ধর্মতলায়।

{link}

রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে এবং সকল চোরেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমস্ত জেলা থেকে বিজেপি কর্মীরা সামিল হচ্ছেন ধর্মতলায় 'কলকাতা চলো' মহামিছিলে। বৃহস্পতিবার নদীয়ার শান্তিপুর শহর এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে চেপে শতাধিক কর্মী সমর্থক কলকাতা পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনের বিভিন্ন কম্পার্টমেন্টে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মুখের ছবি লাগিয়ে তার কোমরে দড়ি বেঁধে অন্যান্য যাত্রীদের মাঝে বিজেপি কর্মীরা এক বিশেষ প্রচার অভিযান চালান। এই প্রচার অভিযানে বিজেপি কর্মীরা তৃণমূল সরকারের পদত্যাগের দাবিও করেন।

{link}

বিজেপি কর্মীদের দাবি, এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা দেবীর কাছ থেকে যে ৫২ কোটি টাকা পাওয়া গেছে তার সঙ্গে মন্ত্রিসভার সকল মন্ত্রী এবং স্বয়ং মুখ্যমন্ত্রীও জড়িত আছেন। তাদের আরও অভিযোগ, বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত পুর প্রধান, প্রত্যেকের কাছেই মজুত আছে স্থানীয় নানান ইস্যুতে নেওয়া কাট মানি। তাই এই সরকারের অবিলম্বে পদত্যাগ চায় বাংলার মানুষ। ট্রেনের মধ্যে নানান ছড়া কেটে, মনোরঞ্জনের সুরে অভিনব প্রতিবাদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে।

{ads}
 

News Politics TMC SSS scam Corruption BJP Sahntipur Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :