header banner

রাতভোর তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজির জেরে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ নদীয়ায়। রাত ভোর তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলল ব্যাপক বোমাবাজি। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্ল নগর এলাকায়। রেললাইন এবং সাধারণ মানুষের বাড়ির আশেপাশে পড়ে রয়েছে একাধিক বোমা।ঘটনার জেরে চরম আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসী।

{link}

স্থানীয় সূত্রের খবর,প্রফুল্ল নগর এলাকার বাসিন্দা সঞ্চিতা সরকার এবং তার স্বামী গৌতম সরকার (লাল্টু) এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন সঞ্চিতা সরকার। এলাকাবাসীর অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলত। গৌতম বাবু এবং সঞ্চিতা দেবী দুজনেই তৃণমূলের আলাদা আলাদা দুই গোষ্ঠীর ঘনিষ্ঠ সদস্য। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়,গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে নতুন করে আবারও কোন বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। এরপর সঞ্চিতা সরকার তার ঘনিষ্ঠ তৃণমূল গোষ্ঠীর কিছু সসদস্যদের খবর দেয় এবং কয়েকজন এসে তার স্বামীকে বেধড়ক মারধর করে। এর বেশ কিছুক্ষণ পরে অপর গোষ্ঠীর কাছে খবর পৌঁছতেই তারাও ঘটনাস্থলে আসে এবং দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বোমাবাজি। বোমাবাজিতে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকার মানুষ। আজ সকালেও এলাকায় একাধিক বোমা পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

{link}

 ইতিমধ্যেই পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা চাইছেন যত দ্রুত সম্ভব প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাইনি তৃণমূল নেতৃত্ব। তবে পুরসভা ভোটের মুখে বারংবার বোমাবাজির মত ঘটনার পরেও মুখ খোলেনি শাসকদল। এখন এই বিষয়ে প্রশাসন কি ব্যাবস্থা নেয় সেইদিকে তাকিয়ে সাধারন মানুষ।

{ads}

News Politics TMC Two grassroots groups bombs Phulia Prafulla nagar Shantipur Police Station Nadia West Bengal India গোষ্ঠীদ্বন্দ নদীয়া সংবাদ

Last Updated :