header banner

চাকরি দেওয়ার নামে প্রতারণা, ৮২ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ চাকরি দেওয়ার নামে ৮২ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠল পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঝিলু ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। অভিযুক্ত উপপ্রধানের নাম হেকমত আলী শেখ। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলকোট থানার পুলিশ অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

{link}

পুলিশ সূত্রে খবর, প্রায় ১১ জনের কাছ থেকে তিনি এই ৮২ লক্ষ টাকা চাকরি করে দেওয়ার নাম করে নিয়েছেন। এ বিষয়ে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ জানায় মোহাম্মদ বদরুদ্দোজা নামে এক ব্যক্তি। তার বাড়ি বীরভূম জেলার কিন্নাহারে। অপরদিকে হেকমত আলী শেখের স্ত্রী ডালিয়া বেগম জানিয়েছেন, বদরুদ্দোজা তাদের আত্মীয় হন। এর আগে অভিযোগকারী ওই ব্যাক্তিকে বিভিন্ন কাজের জন্য ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন উপপ্রধান। সেই পাওনা টাকা চাওয়াতে তিনি এই অপপ্রচার করছেন বলে দাবি উপপ্রধানের স্ত্রীর। তার স্ত্রীর আরও অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা বিষয়ে তার স্বামীকে ফাঁসানো হয়েছে। বুধবার উপপ্রধান হেকমত আলী শেখকে গ্রেফতার করে পাঠানো হয় কাটোয়া আদালতে।

{link}

অপরদিকে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক তথা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী জানান, উপপ্রধান হেকমত আলী শেখকে দল থেকে অনেকদিন আগেই বহিষ্কার করা হয়েছে। তিনি কেবলমাত্র পঞ্চায়েত সদস্য হিসেবে ছিলেন। যদি তিনি সত্যি দোষী হয়ে থাকেন তাহলে সাজা পাবেন। আপাতত পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।

{ads} 
 

News Politics The deputy chief of the panchayat was accused of embezzling Rs 72 lakh Mangalkot panchayat East Burdwan West Bengal India পূর্ব বর্ধমান সংবাদ

Last Updated :