নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ লোকশিল্পের প্রাচীনতম নিদর্শন হল পটশিল্প। এই পটশিল্পকে বাঁচানোর প্রয়াস নিলেন হাওড়ার শিবপুর নিবাসী এক দম্পতি। মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান সাজিয়ে তুললেন বাংলার পটশিল্পের মাধ্যমে।পটশিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে পার্থ ও সঙ্গীতার কন্যা শিল্পীর অন্নপ্রাশন উপলক্ষে ১২ জুন রবিবার এক অভিনব অনুষ্ঠানের সাক্ষী রইলেন হাওড়ার মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ও।
{link}
এদিন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা গ্রাম থেকে চিত্রকররা এসে হাওড়ার এই অন্নপ্রাশনের অনুষ্ঠানে তাদের শিল্প নিদর্শন উপস্থাপনা করেন। তারা রামায়ণ, মহাভারত, চন্ডীমঙ্গল ও মনসামঙ্গলের চিরকালীন কাহিনীগুলি পটশিল্পের মাধ্যমে সবার সামনে পরিবেশন করেন। এছাড়াও পটশিল্পীদের পাশাপাশি বাউল শিল্পীরাও অনুস্থানে উপস্থিত ছিলেন। তারা অনুস্থানে বীরভূমের বাউল গান উপস্থাপনা করেন।আবার এই অনুস্থানের মাধ্যমেই প্রখ্যাত পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় পর্বত আরোহনের দুর্লভ অভিজ্ঞতা মানুষের কাছে তুলে ধরেন। তাছারাও অনুস্থানের সাজসজ্জাও হয়েছিল পট চিত্র দিয়েই। পটশিল্পকে ভালোবেসে এবং পটশিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদেই তারা এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিলেন হাওড়া বাসীদের।
{link}
বর্তমানে ক্রমশ হারিয়ে যাচ্ছে বাংলার পটশিল্প। তবুও গ্রামবাংলায় পটশিল্পের নিদর্শন থাকলেও শহরে এসব হারিয়েই গেছে বলা যায়।তার মাঝেও হাওড়া শিবপুর নিবাসী এই দম্পতির আয়োজন করা অন্নপ্রাশনের অনুষ্ঠানের মাধ্যমে পটশিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়াস মানুষের মনে সাড়া ফেলেছে। তাদের আয়োজিত এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা মানুষের মধ্যে পটশিল্পকে বাঁচিয়ে রাখার এবং পটশিল্পীদের পাশে থাকার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন।
{ads}