header banner

আবারও ভাঙড়ের পাওয়ার গ্রীড চত্বরে ফিরে এল উত্তপ্তের চেনা ছবি

article banner


সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ ফের পাওয়ার গ্রিড প্রকল্পের গেটে তালা। জমি কমিটির অভিযোগ, সরকারি চুক্তি অনুযায়ী সমস্ত দাবি পূরণ করা হয়নি। তাই তারা পুনরায় আন্দোলনের হুমকি দেয়। প্রসঙ্গত এর আগেও প্রশাসন জানিয়েছিল, অধিকাংশ দাবিই পূরণ হয়েছে। কিন্তু আজও নিজেদের অবস্থানে অনড় রয়েছে জমি কমিটি।

{link}

মঙ্গলবার সকালে নিজেদের দাবি আদায়ের জন্য পাওয়ার গ্রিডের গেটে তালা লাগিয়ে নতুন করে আন্দোলন শুরু করে জমি কমিটি। তাদের মুলত দবি, ভাঙড়ের জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সাথে সরকারের যে ভাঙড় চুক্তি হয়েছিল, সেই চুক্তি সরকার না মানার কারনে তারা এই অবস্থান নিয়েছেন। তাদের দাবি পূরণ না হওয়ার এই কর্মসূচী বলে জানান জমি জীবিকা ও বাস্তু রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হাসান। প্রসঙ্গত পাওয়ার গ্রীড নিয়ে একসময় রণক্ষেত্রে পরিণত হয়েছিলো ভাঙড়। ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। সেসব এখন অতীত। এখন আর নেই অলীক শর্মিষ্টা। নিজেদের দাবী দাবা নিয়ে নিজেরাই সচেষ্ট মির্জা হাসান, মোসারেফ মোল্লারা। সঙ্গে খামার আইট, পদ্মপুকুর সহ এলাকার সাধারন মানুষ।

{link}

সব মিলিয়ে মঙ্গলবার সকাল থেকে আবার উত্তেজিত হয়ে ওঠে সাধারন মানুষ। তাদের দাবি মেনে না নিলে আবার অনিদির্স্টকালের জন্য কাজ বন্ধ হতে পারে বলে জানান স্থানীয়রা। পাওয়ার গ্রীড নিয়ে এর আগেও তারা আন্দোলনে নেমেছিলেন। সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এই খবর উঠে এসেছিল বহুবার সংবাদের শিরোনামে। মঙ্গলবার সকাল থেকেই ফের চেনা ছবি ভাঙড়ের পাওয়ার গ্রীড চত্বরে।

{ads}
 

News Power grid project Land committee Movement again Vangor South 24 Pargana West Bengal India ভাঙর দক্ষিন ২৪ পরগনা সংবাদ

Last Updated :