header banner

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মঙ্গলকামনায় পূজাপাঠ বাঁকুড়ার আদিবাসী জনজাতির

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ  দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মঙ্গলকামনায় শুশুনিয়া পাহাড়ের কোলে আদিবাসী প্রথা মেনে করা হল পূজাপাঠ। এই প্রথম আদিবাসী সমাজের কোনো প্রতিনিধি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হচ্ছেন। এই ঘটনায় যথেষ্ট উচ্ছ্বসিত সাঁওতাল জনজাতির মানুষ। দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হওয়ার আনন্দে এদিন এক অনুষ্ঠানেরও আয়োজন করেন তারা।  

{link}

সোমবার  শুশুনিয়া পাহাড়ের কোলে হাপানিয়া গ্রামের মারাং বুরু চাচো মার্শাল আশ্রমে আদিবাসী প্রথা মেনে পূজাপাঠ করেন এলাকাবাসীরা। এর পাশাপাশি দ্রৌপদী মুর্মুর  ছবি সামনে রেখে গান পরিবেশন করেন তারা। এছাড়াও দ্রৌপদী মুর্মুর  রাষ্ট্রপতি হওয়ার আনন্দে তারা ঢোল করতাল বাজিয়ে নাচও করেন। এদিনের এই অনুষ্ঠানে এলাকার আদিবাসী সমাজের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সকলেই অংশ নিয়েছিলেন। এদিনের অনুষ্ঠানে অংশ নেওয়া গৃহবধূ লক্ষী টুডু বলেন, এই দিনটা তাদের সাঁওতালী জনজাতির মানুষের কাছে অত্যন্ত গর্বের দিন। দ্রৌপদী মুর্মুর  হাত ধরে ভারতবর্ষ উন্নতির চরম শিখরে পৌঁছাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

{link}
 
মারাং বুরু চাচো মার্শাল আশ্রমের আচার্য বাবুনাথ টুডু জানান, তাদের জনজাতির প্রতিনিধি দ্রৌপদী মুর্মু যাতে সারা বিশ্বের কাছে ভারতের নাম উজ্জ্বল করতে পারেন তাই তারা এই পূজোর আয়োজন করেছেন। একই সঙ্গে পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মানুষের জন্য তিনি কাজ করবেন বলেও তিনি আশাবাদী। 
{ads}

News Draupadi Murmmu Bankura Tribal community Shushuniya hill West Bengal India সংবাদ বাঁকুড়া

Last Updated :