header banner

প্রধানমন্ত্রী টাকা দেবেন, মোবাইলে ওটিপি যেতেই ব্যাঙ্ক থেকে উধাও সাড়ে চার লক্ষ টাকা

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ প্রধানমন্ত্রীর নাম করে টাকা দেওয়ার নামে সাড়ে চার লক্ষ টাকা উধাও করলো প্রতারকরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল থানার অন্তর্গত উপর কেনান গ্রামে। হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়ায় হতভম্ব ওই গ্রামের বাসিন্দা উজ্জ্বল মণ্ডল।

{link} 

অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টাকা পাঠাচ্ছেন, এই বলে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই ব্যাক্তির কাছে একটি ফোন আসে। তিনি বলেন, তার নাবালক ছেলের কাছে সেই সময় ফোনটি ছিল। তারপর তার কাছ থেকে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয় এবং মোবাইলে ওটিপি পাঠানো হয়। প্রথমে একটি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং ওটিপি নেওয়ার পর পুনরায় দ্বিতীয় একটি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং ওটিপি নেওয়া হয়। এইভাবে পরপর দুটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ওই ব্যক্তির প্রায় সাড়ে চার লক্ষ টাকা উধাও করে নেন প্রতারকরা।

{link}

ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার বিষয়টি জানতে পেরে উজ্জ্বল বাবু প্রথমে খয়রাশোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তিনি সিউড়ি সাইবার সেল পুলিশ স্টেশনে এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় এক ধাক্কায় অ্যাকাউন্ট থেকে এত টাকা উধাও হয়ে যাওয়ার স্বভাবতই তিনি হতাশ হয়ে পড়েছেন। তিনি পুলিশের কাছে অনুরোধ করেছেন যাতে টাকাগুলো তার ফিরে আসে।

{ads}
 

News Prime Minister Fraud call Lost four lakh rupees Khayrashol police station Kenan village Birbhum West Bengal India খয়রাশোল বীরভূম সংবাদ

Last Updated :