header banner

হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৩৫ লক্ষ টাকা, আরপিএফের হাতে আটক যাত্রী

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ স্টেশন দিয়ে হাতে ব্যাগ নিয়ে হন্তদন্ত ভাবে বেড়িয়ে যাচ্ছিলেন এক যাত্রী। হঠাৎই তাকে পাকড়াও করেন এক আরপিএফ। তল্লাশি করতেই ওই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ প্রায় ৩৫ লক্ষ টাকা। সঙ্গে সঙ্গেই স্টেশনের আরপিএফ আটক করেন ওই যাত্রীকে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। 

{link}

আরপিএফ সূত্রে খবর, আটক ব্যক্তির নাম রাজকুমার সোনি (৫২)। বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুরে। তার ব্যাগ থেকেই উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ নগদ টাকা। বুধবার দুপুরে চম্বল এক্সপ্রেস যখন হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ঢোকে ঠিক সেই সময় তিনি প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে বাইরে বেরনোর চেষ্টা করেন। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তারপর তার ব্যাগে তল্লাশি চালালে জওয়ানরা প্রায় নগদ ৩৫ লক্ষ টাকা উদ্ধার করেন। এই টাকা ওই যাত্রী কোথা থেকে কি উদ্দেশ্যে নিয়ে আসছিলেন সে ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। এমনকি ওই টাকার স্বপক্ষে প্রমাণস্বরূপ কোনও নথিও দেখাতে পারেননি।

{link}

এরপরই সমস্ত টাকা বাজেয়াপ্ত করে আরপিএফ। খবর দেওয়া হয় কলকাতার আয়কর দপ্তরে। সেখান থেকে আধিকারিকরা ছুটে আসেন। তারাও তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ সমস্ত টাকা আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেয়। আপাতত ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি ওই টাকা হাওয়ালার মাধ্যমে পাচার হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে আয়কর দপ্তর।

{ads}
 

News RPF Recovered 35 lakh cash Income Tax Officer Howrah Station Chambal Express West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :