header banner

ব্রাহ্মণের অভাবে শ্রাদ্ধে বাঁধা,অভিযোগ মৃত নাবালিকার পরিবারের

article banner

নিজস্ব সংবাদদদাতা,নদীয়াঃ হাঁসখালি ধর্ষণকাণ্ডে নতুন করে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। মৃত নাবালিকার পরিবারের অভিযোগ, করতে দেওয়া হচ্ছে না শ্রাদ্ধ শান্তির কাজ। ব্রাহ্মণ দেওয়া হয়েছে হুমকি। যে কারণে কোনো ব্রাহ্মণই ওই নাবালিকার বাড়িতে শ্রাদ্ধ শান্তির কাজ করতে আসতে চাইছেন না। প্রাণ ভয়ে ভীত হয়ে গিয়েছেন স্থানীয় বেশ কয়েকজন ব্রাহ্মণ।

{link}

পরিবারের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে অভিযুক্তদের তরফ থেকে। যাতে কোনো ব্রাহ্মণ বাড়িতে না আসে। হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী মারা যাবার দশ দিন অতিক্রান্ত হওয়ার পর বাড়িতে ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ শান্তির কার্য সম্পন্ন করতে হয়। হাঁসখালিতে গত ৫ তারিখ ভোর রাতে গণধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ এবং তীব্র যন্ত্রণায় মৃত্যু হয় ওই নাবালিকার। দশ দিন অতিক্রান্ত হতে চলল নাবালিকার মৃত্যুর। নিয়মে আজ পুরোহিত ডেকে শ্রাদ্ধের কাজ করার কথা ছিল। কিন্তু তার পরিবারের অভিযোগ, কোনো ব্রাহ্মণ তাদের বাড়ি আসতে রাজি হচ্ছে না। ব্রাহ্মণদের একটাই কথা ওই বাড়ি যাব না।

{link}

পরিবারের দাবি অভিযুক্তদের তরফে ব্রাহ্মণদের হুমকি দেওয়া হয়েছে। না হলে কেন তারা শ্রাদ্ধের কাজ করতে আসবেন না এই প্রশ্ন তুলছেন তারা। মৃত নাবালিকার পরিবারের অভিযোগ, এইরকম মর্মান্তিক এবং ভয়ঙ্করভাবে একটি নাবালিকার মৃত্যুর পরেও তার শ্রাদ্ধ শান্তির কাজ কিভাবে বাধা পেতে পারে? তাদের আরও প্রশ্ন, প্রশাসনের তরফ থেকে কেন উদ্যোগ নিয়ে তার শ্রাদ্ধের কাজ সম্পন্ন করা হচ্ছে না?

{ads] 
 

News Rape and kill a teenage girl Hanskhali Nadia West Bengal India হাঁসখালি সংবাদ

Last Updated :