header banner

রাত পেরোলেই রথের চাকা গড়াবে মায়াপুর ইসকন মন্দিরে, প্রস্তুতি শেষ পর্যায়ে

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ  রাত পোহালেই রথযাত্রা, শেষ পর্যায়ের চূড়ান্ত প্রস্তুতি চলছে নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে। ইতিমধ্যেই দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুর ইসকন চত্বরে। বিগত দুই বছর করোনা সংক্রমনের কারণে মায়াপুর ইসকন মন্দিরে সেভাবে জাঁকজমক করে রথযাত্রা পালন করা হয়নি। কিন্তু এবছর করোনা সংক্রমণ অনেকটা কমে যাওয়ার কারণে প্রতিবছরের মতোই পালন করা হবে মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা।

{link}

রথযাত্রা  উপলক্ষ্যে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির  চত্বর এবং যে রথে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ আসবেন সেই রথটিকেও সাজানো হচ্ছে। ইতিমধ্যেই তিনটি রথ মায়াপুর ইসকন মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সেখান থেকেই বলরাম সুভদ্রা এবং জগন্নাথ রথে চেপে তার মাসি বাড়ি মায়াপুর ইসকন মন্দিরে আসবেন। প্রতি বছর  মায়াপুর ইসকন মন্দিরের এই রথযাত্রাকে দর্শন করার জন্য গোটা ভারতবর্ষ থেকে ভক্ত দের সমাগম দেখা যায়। রথের দিন মায়াপুর ইসকন মন্দির হয়ে ওঠে সম্প্রীতির মহামিলন ক্ষেত্র।  

{link}

ইতিমধ্যেই এ বছর প্রথম ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষে রেল দপ্তরের তরফ থেকে দুটি স্পেশাল ট্রেন চালু করার কথা ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইসকন মন্দিরের কো-অর্ডিনেটর  জগদার্তি দাস বলেন, রথযাত্রা উপলক্ষে চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে মায়াপুর ইসকন মন্দিরে। বিদ্যুতের যাতে কোন বিভ্রাট না ঘটে তার জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও এসে কাজ করছেন। পাশাপাশি দুটি স্পেশাল ট্রেন দেওয়ার জন্য ইসকনের তরফ থেকে রেল দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 
{ads}

News Rath yatra Mayapur Iskcon temple Nadia West Bengal India রথ যাত্রা উৎসব সংবাদ নদীয়া

Last Updated :