header banner

এবারের রথযাত্রায় ইসকন মন্দিরের বিশেষ আকর্ষণ বলদেবের রথের চাকা

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ “আষাঢ়ের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে, ধুমধামে আয়োজিত জগতের নাথে।“ আর কিছুদিন পরেই মহা রথযাত্রা উৎসব। পুরীর রথযাত্রার সাথে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে রন্ধ্রে রন্ধ্রে। আর তাই প্রতিবেশী রাজ্যের সাথে আনন্দে মেতেছে পশ্চিমবঙ্গ। বঙ্গের বিভিন্ন জেলায় রথযাত্রা বেশ ধুমধাম করেই পালন হয়। তবে তাদের মধ্যে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান নবদ্বীপ মায়াপুরের ইসকন মন্দিরের রথযাত্রা বেশ জনপ্রিয়। আর মায়াপুর ইসকন মন্দিরে রথযাত্রা উপলক্ষ্যে দর্শনার্থীদের কাছে এবারের বিশেষ আকর্ষণ হল ভগবান বল দেবের রথের চাকা।

{link}

রথযাত্রা উপলক্ষ্যে শুক্রবার পুরি থেকে ভগবান বল দেবের রথের চাকা এসে পৌঁছালো নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরে। সূত্রের খবর, সুদূর পুরীধাম থেকে এই রথের চাকা মায়াপুর ইসকন মন্দিরে নিয়ে এসেছেন ইসকন কর্তৃপক্ষ। তবে এত বছর পর এই সিদ্ধান্ত কেন? তার উত্তরে ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস মহারাজ বলেন, যেসব দর্শনার্থীরা পুরীধামে পৌঁছে জগন্নাথদেবের রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেন না মূলত তাদের কথা মাথায় রেখে এই বছর সুদূর পুরীধাম থেকে ভগবান বল দেবের রথের চাকা নিয়ে আসা হয়েছে ইসকন মায়াপুরে। দর্শনার্থীরা মায়াপুর মন্দির প্রাঙ্গণে এসে পবিত্র এই রথের চাকা দর্শন করতে পারবেন। এছাড়াও স্পর্শ করে নিজেদের ভক্তি নিবেদন করতে পারবেন বলেও এইদিন জানান রসিক গৌরাঙ্গ দাস মহারাজ।

{link}

প্রতিবছর জগন্নাথ দেবের রথ উৎসব উপলক্ষ্যে নতুন রথ তৈরি করা হয় পুরী ধামে। এবং পুরানো রথের চাকা বহু মূল্যের বিনিময় অকশনের মাধ্যমে হস্তান্তর করা হয়। সেখান থেকেই লক্ষাধিক অর্থ ব্যয় করে পবিত্র এই রথের চাকা শুধুমাত্র দর্শনার্থীদের কথা মাথায় রেখে সুদূর পুরীধাম থেকে নদীয়ার নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরে নিয়ে এসেছেন ইসকন কর্তৃপক্ষ।

{ads}

News Rath yatra festival Puri Mayapur ISKCON temple Nabadwip Nadia West Bengal India রথযাত্রা নদীয়া সংবাদ

Last Updated :