header banner

 বিধি নিষেধ মেনেই পালিত হবে শিলিগুড়ির ইসকন মন্দিরে রথযাত্রা উৎসব

article banner

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ আগামীকাল রথ, রথ উপলক্ষে সেজে উঠেছে শিলিগুড়ির ইসকন মন্দির।করোনা আবহে শিলিগুড়ির ইসকন মন্দিরে প্রায় দুবছর ধরে বন্ধ ছিল বাইরের লোকেদের প্রবেশ।এ বছর সব নিয়ম প্রায় উঠিয়ে দেওয়া হয়েছে ইসকন মন্দিরের তরফ থেকে। তবে  বিধি নিষেধ উঠিয়ে দিলেও মন্দিরের ভিতরে থাকবে কড়া বিধি নিষেধ। তাই মন্দিরের ভিতরে দর্শনার্থীদের মাষ্ক পড়ে থাকা বাধ্যতামুলক করছেন মন্দির কর্তৃপক্ষ। 
 {link}
আগামীকাল রথ উপলক্ষে মন্দিরের  চারিদিকে সাজাবার ব্যাবস্থা করা হয়েছে মন্দিরের তরফ থেকে।মন্দিরের বিগ্রহগুলিকেও সাজিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে সবকিছু হবে কোভিড সংক্রান্ত সমস্ত রকমের নিয়ম মেনেই।তারা জানিয়েছেন, মন্দিরের ভিতরে সবাইকে একসাথে ঢুকতে দেওয়া হবে না। মন্দিরের ভিতরে নির্দিষ্ট করে দেওয়া ভক্তদের ঢোকার অনুমতি থাকবে। মন্দিরের বাইরের খাবারের দোকানগুলিকেও নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে বসতে বলা হয়েছে।যাতে কোনোভাবেই সংক্রমন না বাড়তে পারে। রথের দিন কোনোরকমের গন্ডগোল যাতে না হয়, সেকারনে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ট্রাফিক এবং সিকিউরিটিও মোতায়েন করা হবে ইসকন মন্দির এলাকায়। আগামীকাল ইসকন থেকে রথ বের হলে তা ঠিক কতদূর পযর্ন্ত যাবে তা এখনও জানায়নি মন্দির কর্তৃপক্ষ।  

{link}

ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটেছে শিলিগুড়ি ইসকন  মন্দির চত্বরে। দুবছর পর আবার আগের মত জাঁকজমকভাবে পালন করা হবে শিলিগুড়ি ইসকন মন্দিরের রথযাত্রা। তাই রথযাত্রা নিয়ে যথেষ্ট উন্মাদনা রয়েছে স্থানীয় মানুষদের মধ্যেও। 
{ads}

News Rath yatra Siliguri Iskcon temple West Bengal india সংবাদ রথযাত্রা উৎসব শিলিগুড়ি

Last Updated :