header banner

আবারো সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদীয়ায়

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ আবারও বোমা উদ্ধার। আজ সকালে শক্তিশালী সকেট বোমা সহ মোট আটটি বোমা উদ্ধার ঘিরে রীতিমত চাঞ্চল্য নদীয়ায়। ঘটনাটি ঘটে নদীয়ার পলাশীপাড়া থানার রাধানগর জলঙ্গি সেতুর নিচে। ঘটনাকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

{link}

 স্থানীয় সূত্রের খবর, এদিন ওই এলাকার কিছু বাসিন্দারা জলঙ্গি নদীতে স্নান করতে যায়। সেখানেই প্রথমে তাদের নজরে পড়ে বোমাগুলি এক জায়গায় গচ্ছিত রয়েছে। এরপর এই খবর জানাজানি হতেই আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পলাশীপাড়া থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর  নির্দেশে সারা রাজ্য জুড়ে যে অস্ত্র অভিযান শুরু হয়েছে তাতে বিভিন্ন জেলা সহ নদীয়া জেলাতেও প্রায় প্রতিদিনই আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে বিভিন্ন থানা থেকে অভিযুক্তরা গ্রেপ্তারও হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, সেই আতঙ্কেই দুষ্কৃতীরা বেআইনি বোমা-গুলি ওই এলাকায় ফেলে রেখে গেছে।

{link} 

পুলিশ সূত্রে জানা গেছে,বোমা গুলির মধ্যে চারটি সকেট বোমা ছিল এবং চারটি তাজা বোমা। পুলিশের তরফ থেকে বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য। পলাশীপাড়া থানা এলাকা জুড়ে চলছে পুলিশি অভিযান। পাশাপাশি বিস্ফোরক রাখার ঘটনায় কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।

{ads}

News Recover the bomb again Radhanagar jalangi bridge Palashipara Police Station Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :