header banner

ঘুটিয়ারি শরীফে অটো ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত দুই বৃদ্ধ

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা :- অটো ও  ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষের জেড়ে মৃত ২ ব্যাক্তি।শনিবার ঘটনাটি ঘটেছে  দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মিলনবাজার-ঘুটিয়ারি শরীফ রোডের শ্রীনগর বাদামতলা এলাকায়। মৃত এক ব্যাক্তির পরিচয় জানা গেলেও আরেকজনের পরিচয় জানা যায়নি।ওই দুই মৃত ব্যাক্তির মধ্যে একজনের নাম পঞ্চু রাম মন্ডল (৬৭)। আরেকজনের পরিচয় না জানা গেলেও অনুমান করা হচ্ছে তার বয়স প্রায় ৭০ বছরের কাছাকাছি।

{link} 
 
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শনিবার  বেশকয়েকজন যাত্রী নিয়ে একটি অটো মিলন বাজার থেকে ঘুটিয়ারীশরীফের দিকে  যাচ্ছিল। শ্রীনগর বাদাম তলা এলাকায় আচমকা একটি  ইঞ্জিন ভ্যানের সঙ্গে ওই অটোটির সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অটো চালক অসিত গায়েন সহ দুই যাত্রী গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ওই দুই অটো যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বর্তমানে ওই অটো চালক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘিরে ব্যাপক  চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

{link} 

দুর্ঘটনার জেরে ওই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারনে রাস্তায় আটকে পড়ে একাধিক পথচলতি গাড়ি।পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।পুলিশের প্রাথমিক অনুমান নিয়ন্ত্রন হারিয়েই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনাটি।ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

{ads}

News Road accident Dead two person Jibontala police station Srinagar Ghutiari Sharif South 24 Pargana West Bengal India দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated : 3 years ago