header banner

নদীয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ১

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা যার ফলে মৃত্যু হয় এক ব্যাক্তির। আর সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নদীয়ার চাকদাহ এলাকা। জানা যায় মৃত ব্যাক্তির নাম বিশ্বজিৎ পাল। ঘটনাস্থলেই উত্তেজিত জনতারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পাশাপাশি ঘাতক গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে জানা যায়। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

{link}

স্থানীয় সূত্রের খবর, নদীয়ার চাকদহ থানার পলা গাছা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাল পেশায় গৃহ শিক্ষক ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালে কলা গাছা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন। ঠিক তখনই ৩৪ নম্বর জাতীয় সড়কে তার বাইকের সঙ্গে একটি দশ চাকার লরির ধাক্কা লাগে। এরপরেই বাইকের হ্যান্ডেল লরির সঙ্গে আটকে যায়। বেশ খানিকটা রাস্তা তাকে টানতে টানতে নিয়ে যায় ওই লরিটি। পথচারীদের বিষয়টি নজরে আসতেই চিৎকার চেঁচামেচি করলে লরিটি দাঁড় করায়। এরপরই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা যায় দুর্ঘটনার পরেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই লরির চালক এবং খালাসী। উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী। উত্তেজিত জনতা ঘাতক লরিটিকে আগুন ধরিয়ে দিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

{link}

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার পুলিশ এবং দমকল কর্মীরা। দমকল কর্মীদের একটি ইঞ্জিনের সাহায্যে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপরে উত্তেজিত জনতা পুলিশ গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা সম্প্রসারণ এর নামে খারাপ হয়ে রয়েছে। পাশাপাশি অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা।দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় রাস্তায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন।

{ads}

News Road accident Death National Highway Chakdaha Nadia West Bengal India নদীয়া চাকদহ সংবাদ

Last Updated :