header banner

বাঁকুড়ায় লরি এবং ডাম্পারের ধাক্কায় মৃত ভাঙড়ের চার, গ্রামে স্বজন হারানোর কান্না

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ একটি পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে শোকস্তব্ধ ভাঙড়। তার মধ্যে মৃত্যু হয়েছে একই পরিবারের দুই ভাইয়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হাফিজুল গাজী (২৪), কাদেরুল গাজী (৩৫), শুকুর আলী গাজী (৩০) ও জাফর মোল্লার (৩৪)। এদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি ভাঙড় থানার শাঁকশহর গ্রামে। চতুর্থ জন ভাঙড়ের দুর্গাপুরের পাত্রপুকুর গ্রামের বাসিন্দা।

{link}

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার শাঁকশহর গ্রামের বাসিন্দা তথা পেশায় গরু ব্যবসায়ী কাদেরুল গাজী ও তাঁর ভাই হাফিজুল গাজীর সঙ্গে ছয় জন বাঁকুড়া জেলায় গরু কিনতে যায়। সেখানে কোতুলপুর থানা এলাকায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই চার জনের। এই দুর্ঘটনায় একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে  শোকের ছায়া নেমে এসেছে ভাঙর এলাকায়। কাদেরুল গাজীর পাশের বাড়িতেই থাকেন শুকুর আলী গাজী। দিন কয়েক আগে শুকুর আলী গাজীর বাবার মৃত্যু হয়। এ বিষয়ে কাদেরুল গাজীর শ্যালক রহমাতুল্লা মণ্ডল বলেন, পথ দুর্ঘটনায় তার জামাইবাবু ও তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তিনি জানান, তার ভাগ্না-ভাগ্নি খুবই ছোট। এখন তাদের কি হবে বুঝতে পারছেন না। তারা চান সরকারের তরফ থেকে ওই পরিবারকে আর্থিক সহযোগিতা করা হোক।

{link}

জাফর মোল্লার মা শাবানা বিবি বলেন, পরিবারের একমাত্র রোজগেরে তার ছেলে। নাতি-নাতনীর কথা ভেবে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ বিষয়ে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল ইসলাম জানান, এটা একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তিনি চেষ্টা করবেন পঞ্চায়েতের পক্ষ থেকে মৃত পরিবারের পাশে থাকার। একই গ্রামে একসঙ্গে তিন জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকার সাধারণ মানুষ গ্রামের রাস্তা বাঁশের ব্যারিকেড করে বন্ধ করে দেন। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

{ads}
 

News Road accident Died four people Patrapukur village Durgapur Bankura Bhangar South 24 Pargana West Bengal India ভাঙর দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :