header banner

কান্ডজ্ঞানহীনতা......অস্বাভাবিক গতি, দুর্ঘটনার কারণ

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ স্ত্রীকে নিয়ে হাসপাতাল থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন স্বামী। আচমকাই একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই সাইকেল চালক এবং আরোহীকে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের কলেজ মোড়ে। এই ঘটনার ফলে দুই বাইক আরোহী এবং দুই সাইকেল আরোহী সহ মোট চারজন গুরুতর জখম হন।

{link} 

স্থানীয় সূত্রের খবর, আহত দুই সাইকেল আরোহীর নাম গোপাল দে এবং পিঙ্কি দে। তারা নদীয়ার নতুনপাড়া এলাকার বাসিন্দা। জানা যায়, শান্তিপুর কলেজ মোড় থেকে ওই ব্যাক্তি তার স্ত্রী কে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। গোপাল বাবুর অভিযোগ, প্রায় একশোর কাছাকাছি গতিবেগ থাকা একটি স্কুটি এবং মোটরসাইকেল নিজেদের মধ্যে রেষারেষি করছিলেন। তাদের কারোর মাথায় হেলমেট ছিল না। তার আরও অভিযোগ, কলেজ মোড়ের মতো একটি গুরুত্বপূর্ণ বাঁকের মুখেও তাদের গাড়ির অনেক গতিবেগ ছিল। এরপরেই ওই স্কুটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই সাইকেল চালক এবং আরোহীকে। গোপাল বাবু এবং তার স্ত্রীর মাথা ফেটে অনর্গল রক্ত বের হতে থাকে। অপরদিকে স্কুটি থেকে পড়ে ওই দুই যুবক গুরুতর জখম হন।

{link}

বন্ধু হলেও অপর মোটরসাইকেলে থাকা ৩ জন যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জানা যায় স্কুটিতে থাকা এবং মোটরসাইকেলের থাকা মোট ৫ জন বন্ধুর বাড়ি শান্তিপুর আরবান্দি অঞ্চলের বড়জিরাকুড় এলাকায়। আপাতত সবাই শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন।

{ads} 

News Road accident scooter lost control and hit the cyclist and the rider Shantipur state general hospital Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :