header banner

পানীয় জল ও রাস্তা সংস্কার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে মহিলাদের বিক্ষোভ

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ পানীয় জল ও রাস্তা সংস্কার সহ একাধিক দাবিতে কাঁথির জাতীয় সড়ক অবরোধ। বিক্ষোভে সামিল হন কয়েক শতাধিক মহিলারা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা বেতালিয়া সংলগ্ন এলাকায়। প্রায় একঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারা। জাতীয় সড়ক অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়। অবরোধের জেরে আটকে পড়ে একাধিক যাত্রীবাহী বাস ও পর্যটকদের গাড়িও।

{link}

 ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মারিশদা থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা বেতালিয়া থেকে বামুনবাড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন কোন রাস্তা সংস্কার হয়নি। সামান্য বৃষ্টিতে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে ওঠে। এদিকে আবার পানীয় জলের সমস্যাও দেখা দিয়েছে। কল থাকলেও দীর্ঘদিন ধরে কল থেকে কোন জল পড়ে না। অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হয় এলাকার বাসিন্দাদের। একদিকে রাস্তা চলাচলের অযোগ্য, অন্যদিকে পানীয় জল নিয়ে আসার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামের বাসিন্দাদের। প্রশাসনের আধিকারিকদের একাধিকবার জানালেও কোন সুরাহা মেলেনি। তাই শনিবার সকালে দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা বেতালিয়া সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েক শতাধিক মহিলারা। খবর পেয়ে ছুটে আসে মারিজে থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। এরপর স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়।

{link} 

অবরোধ কারী এক মহিলা  বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। পানীয় জলের সমস্যা রয়েছে। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাই অবশেষে বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল হইয়েছেন। প্রশাসন আশ্বাস দিয়েছে সমস্যা সমাধান করার। নচেৎ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। কাঁথি ৩ ব্লকের বিডিও নেহাল আহমেদ বলেন, বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। বাসিন্দাদের কথা মেনেই পানীয় জল সমস্যা দূর করা হবে।

{ads}

News Road block Kanthi National Highway Digha Nandakumar 116B East Medinipur West Bengal India দীঘা পূর্ব মেদিনীপুর সংবাদ

Last Updated :