header banner

রাস্তা সারানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ

article banner

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত উভয়ই এক মাসের মধ্যে রাস্তা সারানোর আশ্বাস দিয়েছিল। কিন্তু দু মাস পেরিয়ে যাওয়ার পরেও রাস্তা সারানো হয়নি। সে কারণেই ক্ষোভে ফেটে পড়লেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত স্থানীয় বাসিন্দারা।

{link}
 
সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের কলোড়া থেকে মলিহাটি এলাকা পর্যন্ত রাস্তা সরানোর দাবিতে এলাকার ক্ষুব্ধ মানুষজন নন্দনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের  বারাসাত মোড়ে পথ অবরোধ করেন। স্থানীয় সূত্রের খবর, গত ২৬ জানুয়ারী একই দাবিতে পথ অবরোধ করেছিল এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল এক মাসের মধ্যে রাস্তা সারানো হবে। কিন্তু দুমাসের বেশী সময় কেটে গেলেও রাস্তা সারানোর কোনোরকম ব্যবস্থা নেওয়া হয়নি। যারফলে নিত্যদিন রাস্তায় দূর্ঘটনা ঘটছে। স্থানীয় মানুষজন থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রীরাও আহত হচ্ছে বলে এলাকাবাসীদের অভিযোগ।

{link} 
 
তাই রাস্তা সারানোর দাবীতে ফের পথ অবরোধ করছেন স্থানীয় মানুষজন। তাদের দাবী, এবার রাস্তা সারানোর আশ্বাস দেওয়ার ৭ দিনের মধ্যে কাজ শুরু না হলে লাগাতার পথ অবরোধ চলবে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েত।

{ads} 
 

News Road blockade Nandanpur village panchayet Daspur Police Station West Medinipur West Bengal India পশ্চিম মেদিনীপুর সংবাদ

Last Updated :