header banner

তিনটি দোকানে চুরির ঘটনায় পথ অবরোধ বীরভূমে

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: তিনটি দোকানে চুরি, নিরাপত্তাহীনতায় ভুগছে বীরভূম।বারবার চুরির ঘটনায় পথ অবরোধ স্থানীয় ব্যবসায়ীদের।ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর থানার পণ্ডিতপুর কালীতলা মোড় এলাকায়। অবরোধকারীদের অভিযোগ, বারবার চুরির ঘটনার কথা পুলিশ প্রশাসনকে জানানো হলেও প্রশাসন কোনো ব্যাবস্থা নেয়নি। 

{link}

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কালীতলা মোড়ের তিনটি দোকানে চুরি করে দুষ্কৃতীরা। প্রায় ৫০ হাজার টাকার সরঞ্জাম চুরি করে তারা। এই চুরির ঘটনায় শুক্রবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা পণ্ডিতপুর কালীতলা মোড়ে ঘন্টাখানেক পথ অবরোধ করেন। তাদের অভিযোগ, ওই মোড়ে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা নেই। দুবরাজপুর থানার পক্ষ থেকে ওই এলাকায় কোনো সিভিক ভলেন্টিয়ারও দেওয়া হইনি। তাছাড়াও পুলিশ এই রাস্তায় পয়সা আদায় করলেও দিনের পর দিন এই চুরির ঘটনায় তারা কোনো ব্যাবস্থা নেয়নি। তাদের দাবী,  ওই মোড়ে খুব তাড়াতাড়ি পর্যাপ্ত লাইট ও সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যাবস্থা করা হোক।তাহলে এই চুরির ঘটনা কিছুটা হলেও কমবে। অবরোধকারীদের মধ্যে এক ব্যবসায়ী বলেন, বারবার চুরি হচ্ছে ওই এলাকায়। এমনকি তার দোকানে চারবার চুরি হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এভাবে দিনের পর দিন চুরি হতে থাকলে ব্যাবসায়ীরা কিভাবে ব্যবসা করবেন, তা নিয়ে চিন্তা প্রকাশ করেন তিনি।  

{link}

পথ অবরোধের জন্য কিছুক্ষন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কিছুটা যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ।পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে অবরোধকারীরা জানান, এরপরও চুরির সমস্যার কোনো সুরাহা না হলে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ করবেন তারা। 
{ads}

News theft in three shop ​​Dubrajpur police station Birbhum West Bengal India চুরি বীরভূম সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article