header banner

কল্যাণী ব্যারাকপুর রাস্তার পাশে বোমা বিস্ফোরণ, তদন্তে জেঠিয়া থানার পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ রাস্তার পাশে বোমা বিস্ফোরণ। চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত জেটিয়া থানার  হালিশহর এলাকায়। ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় জেটিয়া থানার পুলিশ।

{link}

স্থানীয় সূত্রের খবর, ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়ের কাছে সম্প্রসারণের কাজ চলছিল। সেই জন্য বিভিন্ন এলাকা থেকে মাটি এনে রাস্তার দুই ধারে ফেলা হচ্ছিল। হঠাৎ শনিবার সকালে সেই মাটির উপরে একটি বোমা বিস্ফোরণের শব্দ পায় কর্মরত শ্রমিকরা। এরপর তারাই থানায় খবর দেয়। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গেছে।

{link}

বেশ কিছু মাস আগে সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী অস্ত্র উদ্ধার অভিযানের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশ প্রশাসনের কর্মীরাও জোরকদমে সেই অভিযানে নামেন। বিভিন্ন জেলা থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। কিন্তু তারপরেও পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। যদিও এক্সপ্রেস ওয়ের পাশে কীভাবে বোমা এল তা এখনও জানা যায়নি। আপাতত পুরো ঘটনাটির তদন্ত করছে জেটিয়া থানার পুলিশ। পাশাপাশি ওই এলাকায় আর কোন বোমা রাখা আছে কিনা তাও তল্লাশি করে দেখছে পুলিশ।

{ads}

News Roadside bombing Kalyani express way Jetia police station Barrackpore police commissionerate Halishahar North 24 Pargana West Bengal India হালিশহর উত্তর ২৪ পরগনা সংবাদ

Last Updated :