header banner

ইউক্রেনে আটকে সিউড়ির ডাক্তারি পড়ুয়া, উদ্বিগ্ন অবস্থায় বাড়িতে দিন কাটাচ্ছে পরিবার

article banner

নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ সমস্ত রকম আশঙ্কাকে সত্যি করে বৃহস্পতিবার ভোর রাত থেকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভোররাতে ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেন। এই অভিযানের নির্দেশের পর থেকেই একের পর এক হানা নেমে আসে ইউক্রেনের উপর। আকাশ থেকে একের পর এক বোমা এসে পড়তে থাকে ইউক্রেনের মাটিতে। ইতিমধ্যেই শতাধিক সেনা এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

{link}

অন্যদিকে এই পরিস্থিতির দিকে তাকিয়ে রাতের ঘুম উড়েছে বীরভূমের সিউড়ির ডাক্তারি পড়ুয়ার পরিবারের। কারণ সিউড়ির ওই ডাক্তারি পড়ুয়া শাহরুখ সুলতান আহমেদ ইউক্রেনে ডাক্তারি পড়ছেন। ২৪ বছর বয়সী ওই যুবক ২০১৬ সাল থেকে ইউক্রেনের কিয়েভ মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।বৃহস্পতিবার ভোর রাত থেকে ইউক্রেনে রাশিয়ার হামলা চলার পর সেখানে অসম্ভব রকমের আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই আশঙ্কাজনক পরিস্থিতির কথায় তিনি তাঁর পরিবারকে জানিয়েছেন। বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছেন তার বাবা আফতাব উদ্দিন আহমেদ। যা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে তার পরিবার।

{link}

ছেলে কবে ফিরবে বাড়ি? এই চিন্তাই এখন রাতের ঘুম কেড়েছে সিউড়ি নিবাসী শাহরুখের পিতা আফতাব বাবুর। তার মতোই চিন্তায় রয়েছেন বাকি ইউক্রেন নিবাসী ভারতীয় মানুষদের পরিবারও। সরকারের পদক্ষেপের অপেক্ষাতেই রয়েছেন তারা।

{ads}

News Russia Ukraine Russian President Vladimir Putin Siuri Birbhum West Bengal India রাশিয়া ইউক্রেন বীরভূম সংবাদ

Last Updated :