নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ পার্থের ঘনিষ্ঠা অর্পিতার ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধারের পর এখন সর্বত্রই ইডির নজর। রাজ্যের বিভিন্ন জেলাতেই যখন তখন হানা দিচ্ছেন ইডির আধিকারিকেরা। বীরভূমের একাধিক জায়গাতেও পড়েছে ইডির নজর। মঙ্গলবার শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউস থেকে দুটি দলে বিভক্ত হয়ে নানুরের বাসাপাড়া ও সিউড়ির দিকে যায় তদন্তকারী অফিসারেরা।
{link}
যদিও, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কেনা বাড়িতে ইডি আসেনি এমনটাই সূত্রের খবর। তবে ঠিক কি বিষয়ে কোথায় তদন্ত করে দেখছেন অফিসারেরা, তা এখনও জানা যাচ্ছে না। এসএসসি দূর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়ে মন্ত্রীত্ব খোয়ান পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হন তারই ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়। তাদের নামে-বেনামে রাজ্যের বিভিন্ন জায়গায় সম্পত্তির হদিস মিলেছে ইডি অফিসারদের হাতে। সেই মত শান্তিনিকেতনেও রয়েছে 'অপা' নামে একটি বিলাশবহুল বাগান বাড়ি। এছাড়াও বেনামে আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে বলে জানা যায়।
{link}
জানা যায়, শান্তিনিকেতনে বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে ইডির অফিসারেরা ছিলেন। মঙ্গলবার সকাল সকাল তাদের ১০ টি গাড়ি বেরিয়ে পরে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দুটি দলে ভাগ হয়ে একটি দল নামুরের দিকে, অন্য একটি দল সিউড়ির দিকে চলে যায়৷ তবে কী ইডি নতুন কিছু তথ্যের সন্ধান পেয়েছে? উত্তর সময়ের অপেক্ষায়।
{ads}